করোনা: বড় ঘোষণা LIC-র! বাড়ল প্রিমিয়াম দাখিলের মেয়াদ

করোনা: বড় ঘোষণা LIC-র! বাড়ল প্রিমিয়াম দাখিলের মেয়াদ

f3bc947b9c5cee3a8439a374a9207610

মুম্বই:  করোনা পরিস্থিতিতে পলিসি হোল্ডারদের সমস্যার কথা বিবেচনা করে বকেয়া প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বাড়াল লাইফ ইনসুরেন্স কোর্পোরেশন (এলআইসি)৷ মার্চ ও এপ্রিল মাসে যাঁদের প্রিমিয়ামের ডিউ ডেট ছিল, তাঁরা টাকা জমা দেওয়ার জন্য আরও ৩০ দিন বাড়তি সময় পাবেন বলে জানানো হয়েছে৷

ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২২ মার্চ৷ করোনা পরিস্থিতিতে এই তারিখের উপর ছাড় দেওয়া হয়েছে৷ ২২ মার্চের বদলে প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল করা হয়েছে৷ পলিসি হোল্ডাররা এলআইসি’র ডিজিটাল পেমেন্টের মাধ্যমেও টাকা জমা দিতে পারবেন৷ এর জন্য কোনও সার্ভিস চার্জ লাগবে না৷ এমনকী প্রিমিয়াম জমা দেওয়ার জন্য পলিসি হোল্ডারদের ওয়েবসাইটে নথিভুক্ত হওয়ার প্রয়োজন নেই৷  প্রাথমিক তথ্য দিলেই প্রিমিয়াম জমা দেওয়া যাবে৷ 

মোবাইল অ্যাপ ‘এলআইসি পে ডিরেক্ট’ ডাউনলোড করে, এর মাধ্যমেও প্রিমিয়াম জমা দিতে পারবেন পলিসি হোল্ডাররা৷ এছাড়াও নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে৷ অন পেমেন্ট অ্যাপ, যেমন পেটিএম, ফোনপে, গুগল পে, ইউপিআই প্রভৃতির মাধ্যমেও জমা দেওয়া যাবে প্রিমিয়ামের টাকা৷ আইডিবিআই এবং অ্যাক্সিস ব্যাংকের শাখা এমনকী ব্লক স্তরে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে বলে এনআইসি’র তরফে জানানো হয়েছে৷ কোভিড-১৯ এ কোনও পলিসি হোল্ডারের মৃত্যু হলেও, টাকা পাবেন নমিনি৷ জরুরি ভিত্তিতেই এই টাকা দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *