গুটখা, পানমশলা থেকে ছড়াতে পারে করোনা, সতর্কতা স্বাস্থ্যমন্ত্রকের

গুটখা, পানমশলা থেকে ছড়াতে পারে করোনা, সতর্কতা স্বাস্থ্যমন্ত্রকের

186c742162a665d3e9500a2df8c8d704

কলকাতা: করোনা সংক্রমণ রুখতে আরও এক দফায় প্রকাশ্যে গুটখা থেকে শুরু করে পান মশলা, সুপারির মতো তামাকজাত পণ্যের বিক্রি ও ব্যবহার বন্ধ রাখার জন্য রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে নয়া আর্জি জানাল স্বাস্থ্যমন্ত্রক৷ যদিও, পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গুটখা থেকে শুরু করে পান মশলা বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা থাকেও তা ঠিকঠাক কার্যকর না হওয়ার অভিযোগ রয়েছে৷

স্বাস্থ্যমন্ত্রকের দাবি, প্রকাশ্যে থুতু ফেললে, তার থেকে করোনা সংক্রমণের আশঙ্কা থাকে যায়৷ ফলে, করোনা পরিস্থিতে তা আটকাতে সতর্কতা জারি করা হয়েছে৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের এই মর্মে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক৷

তাতে জানানো হয়েছে, ধোঁয়াহীন তামাকজাত পণ্য যেমন, পান মশলা, সুপারি ব্যবহারে অতিরিক্ত লালা নিঃসরণ হয়ে থাকে৷ তাতে থুতু ফেলার প্রবণতা বাড়ে যায়৷ প্রকাশ্য ফেলে দেওয়া থুতু থেকে সংক্রমণ ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷

এর আগে করোনার জেরে গুটখা, পানমশলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল আইসিএমআর৷ এবার আইসিএমআরের সুপারিশ অনুযায়ী নয়া নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে৷ নিষেধাজ্ঞা জারি করতে রাজ্যগুলির হাতে প্রয়োজনীয় আইন প্রয়োগের কথাও মনে করিয়ে দিয়েছে কেন্দ্র৷ করোনার জেরে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলায় মহামারী নিয়ন্ত্রণ আইন ও বিপর্যয় মোকাবিলা আইন-সহ ভারতীয় দণ্ডবিধি প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে৷

ইতিমধ্যে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা, নাগাল্যান্ড ও অসমের মতো কয়েকটি রাজ্য করোনার সময় গুটখা, পানমশলা খাওয়া নিষিদ্ধ করেছে৷ বাংলায় আগ থেকে গুটখা, পানমশলা নিষিদ্ধ হলেও তা কার্যকর করা নিয়ে রয়েছে গুচ্ছ অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *