করোনা: দেশে ২৪ ঘণ্টায় ১২০০ জন আক্রান্ত, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

করোনা: দেশে ২৪ ঘণ্টায় ১২০০ জন আক্রান্ত, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

imagesmissing

নয়াদিল্লি: ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়৷ সেখানে জানানো হয়েছে, ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০,৩৩৬ জন৷ ভারতে করোনায় কগত ২৪ ঘণ্টায় ১৭৯ জন সুস্থ হয়ে উঠছেন৷ গত ২৪ ঘণ্টায় ১২১১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে৷

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা ভাইরাসে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷  দিল্লিতে করোনায় মোট ২৮ জনের মৃত্যু হয়েছে৷ দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫১০ জন৷ দিল্লিতে কন্টেইমেন্ট জোন বেড়ে হয়েছে ৪৭৷ সোমবার দিল্লির স্পর্শকাতর এলাকাগুলোকতে স্যানিটাইজড করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এলাকা স্যানেটাইজড করতে জাপানি যন্ত্রের ব্যবহার করা হচ্ছে৷ মূলত দিল্লির রেড জোন ও করোনা প্রবল এলাকায় স্যানিটাইজডের কাজ চলছে বলে জানা গিয়েছে৷ দিল্লিতে প্রতি বাড়িতে প্রশাসনের তরফে পাঁচ জনের দল পাঠানো হবে৷ তাঁরা পরীক্ষা করবেন কেউ করোনা আক্রান্ত রয়েছেন কি না৷

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ পরিস্থিতি দিনে দিনে ভয়ানক হয়ে উঠেছে৷ মহারাষ্ট্রে করোনায় দুই হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ হটস্পট হিসেবে মুম্বইয়ে ধারাভি ও ওরলি চিহ্নিত করা হয়েছে৷  দুই এলাকায় ড্রোনের মাধ্যমে পরিস্থিতির ওপর মুম্বই পুলিশ নজর রাখবে বলে জানিয়েছে৷  মহারাষ্ট্রের স্বারাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করা হবে৷ সোশ্যাল ডিসট্যান্সিং যাতে বজায় রাখা হয় সেই দিকে নজর রাখা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পর রেলের দপ্তর থেকে জানানো হয়েছে, রেল  দপ্তরের তরফে জানানো হয়েছে ৩ মে পর্যন্ত কোনও যাত্রীবাহী ট্রেন চলবে না৷ মেট্রো, লোকাল, এক্সপ্রেস, কোনও ট্রেন চলবে বলে জানানো হয়েছে৷  ৩ মের পরিস্থিতির ওপর নির্ভর করে যাত্রাবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *