শ্রমিকরা লকডাউন ভাঙলেই বাড়ি মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: পুলিশ

শ্রমিকরা লকডাউন ভাঙলেই বাড়ি মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: পুলিশ

8e0d4df9ca88aefdab85262c8ed34e5d

হায়দরাবাদ: দিল্লির স্মৃতি উসকে পয়লা বৈশাখে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই৷ লকডাউন উপেক্ষা করেই ঘরে ফেরার দাবি নিয়ে পথে নামেছিলেন কয়েকশো মানুষ৷ এই ঘটনার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংস্থার মালিকদের হুঁশিয়ার করল হায়দরাবাদের সাইবেরাবাদ পুলিশ৷

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কোনও ভাবেই যাতে লকডাউনের নিয়ম ভাঙতে না পারেন, তা মালিকদেরই নিশ্চিত করতে হবে৷ শ্রমিকরা নিয়ম শৃঙ্খলা ভাঙলে মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে সাইবেরাবাদ পুলিশ৷  সাইবেরাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার বলেন, ‘‘নির্মাণ সংস্থা সহ প্রতিটি সংগঠনের মালিককে পরিযায়ী শ্রমিকদের যথাযথ পরামর্শ দেওয়া ও তাঁদের থাকার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্যথা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে৷’’

করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে৷ এই অবস্থায় বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার চেষ্টা শুরু করেছেন৷ ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে৷ সন্তান ও পরিবার নিয়ে হাইওয়ে ধরে মাইলের পর মাইল হেঁটেই গ্রামে ফিরতে চাইছেন তাঁরা৷

সাজ্জানার বলেন, ‘‘এটা অত্যন্ত বিপজ্জনক৷ যে কোনও সময় পথ দুর্ঘটনা হতে পারে৷ প্রখর রোদে এভাবে হাঁটতে থাকলে ডিহাইড্রেশন বা অন্য কোনও সমস্যাও দেখা দিতে পারে৷ লকডাউনের মধ্যে প্রশাসনের তরফে তাঁদের জন্য পর্যাপ্ত খাবার বন্দোবস্ত করা হয়েছে৷ দেওয়া হচ্ছে মাথা গোঁজার জায়গা৷’’ তিনি বলেন, লকডাউন সম্পর্কে পরিযায়ী শ্রমিকদের স্পষ্ট ধারনা থাকা দরকার৷ তাঁরা যেখানে আছেন, আপাতত তাঁদের সেখানেই থাকতে হবে৷ সারা দেশজুড়ে লকডাউন চলছে৷ লকডাউন চলছে তাঁদের গ্রামেও৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ প্রাণ হারিয়েছেন প্রায় ৩৫০ জন মানুষ৷ এই সময় সোশ্যাল ডিস্টেনসিং মানাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে৷ সরকারের সবরকমভাবে এই পরিযায়ী শ্রমিকদের পাশে আছে বলেও আশ্বাস দিয়েছেন সাজ্জানার৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *