সুখবর! লকডাউনেও মিলবে ভারত দর্শনের সুযোগ, মিলবে পাহাড়ি সৌন্দর্যের হাতছানি

সুখবর! লকডাউনেও মিলবে ভারত দর্শনের সুযোগ, মিলবে পাহাড়ি সৌন্দর্যের হাতছানি

কলকাতা: চলছে লকডাউনপর্ব৷ ২৩ দিনে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন৷ গৃহবন্দি একঘেয়েমি জীবন৷ চলতি পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কেউ তা জানে না৷ গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও এখনও কার্যন্ত পণ্ড৷ পরিস্থিতি যাতে তাতে, ঘুরতে যাওয়া এখন বহু অর্থ ব্যয়৷ তবু বাঙালির পায়ের তলায় যে সর্ষে৷ আর সেই সমস্ত  ভ্রমণ পিপাসুদের জন্য কোমর বেঁধেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক৷ লকডাউনের মধ্যেও ঘরে বসে ভারত দর্শনের সুযোগ করে দিচ্ছে পর্যটন মন্ত্রক৷ শুরু ‘দেখো আপনা দেশ’৷

জানা গিয়েছে, অনলাইনে শুরু হতে চলেছে ভার্চুয়াল ট্যুরিজম৷ গোটা বিষয়টি আয়োজন করেছে ‘ইনক্রেডেবল ইন্ডিয়া’৷  ভার্চুয়াল ট্যুরিজমের সাইটে ঢুকলেই ঘুরে নেওয়া যাবে এদেশের আনাচকানাচ৷ তাও আবার ফ্রিতে৷ আঙুলের স্পর্শে নিমেষে চলে যাওয়া যাবে হল্লারাজার দেশে৷ ভারতীয়দের পাশাপাশি এই ভার্চুয়াল ভ্রমণের সুযোগ পাবেন বিদেশিরাও৷ পর্যটনের নতুন ওয়েব সিরিজে আপনিও বুঁদ হয়ে যাতে পারেন৷

মূলত দেশীয় পর্যটনকে তুলে ধরতে এই ভার্চুয়াল ট্যুরিজম চালু করা হয়েছে৷ নাম দেওয়া হয়েছে ‘দেখো আপনা দেশ’৷ ইতিহাসের নানা কাহিনী থেকে শুরু করে প্রাচীন শহরের অজানা কথাও শোনা যাবে সেখানে৷ দার্জিলিং চায়ের ইতিহাস থেকে বিখ্যাত বাংলোগুলির নস্টালজিয়া, টয় ট্রেনের ইতিহাস থেকে মিলবে হোম স্টে, ডুয়ার্সের স্নিগ্ধতা৷ পাহাড়ের অপার সৌন্দর্যের হাতছানি এবার মোবাইলের পাতায়৷
কেন্দ্র সরকারের ই-গভর্ন্যান্স বিভাগ একটি করে লিঙ্ক পর্যটন মন্ত্রককে পাঠাতে শুরু করেছে৷ সেই লিঙ্ক সোশ্যাল সাইটে তুলে দেবে পর্যটন মন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =