নয়াদিল্লি: লকডাউনে ঘরবন্দি জীবন৷ সময় কাটছে মোবাইলের স্ক্রিনে চোখে রেখে কিংবা টিভির রিমোট ঘুরিয়ে৷ ইতিমধ্যেই দূরদর্শনের পর্দায় ফিরেছে ‘রামায়ণ’, ‘মহাভারত’, ‘ব্যোমকেশ বক্সি’, ‘শক্তিমান, ‘সার্কাস’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক৷ কিন্তু লক্ষ্যনীয় বিষয় হল, এই সকল ধারাবাহিকের পাশাপাশি লকডাউনের মধ্যে খবরের চ্যানেলের জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে বহুগুণ৷ নিউজ চ্যানেল দেখার পরিমাণ বেড়েছে ২০০ শতাংশেরও বেশি৷
বিএআরসি-নিলসেনের রিপোর্টের চতুর্থ সংস্করণে বলা হয়েছে ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে টিভি-তে নিউজ চ্যানেলগুলির দর্শকসংখ্যা ২১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ জানুয়ারির তুলনায় গত কয়েক সপ্তাহে নিউজ চ্যানেল দেখার পরিমাণ প্রায় ৩৮ শতাংশ বেড়ে ১.২ ট্রিলিয়ন মিনিটে পৌঁছেছে৷ চলতি সপ্তাহে বিজনেস নিউজের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি৷ জনপ্রিয়তা বেড়েছে প্রায় ৬৬ শতাংশ৷ খবরের চ্যানেলের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে সিনেমা৷ চলতি সপ্তাহে সিনেমা দেখার দর্শক সংখ্যা বেড়েছে প্রায় ৭৩ শতাংশ৷
ডাটা অনুযায়ী, টিভির পাশাপাশি বাড়ছে নিউজ ওয়েবসাইটগুলির চাহিদাও৷ প্রিমিয়াম ভিউয়ারদের মধ্যে নিউজ অ্যাপের চাহিদা বেড়েছে ৮৩ শতাংশ৷ দেখা গিয়েছে প্রতি সপ্তাহে দর্শক সংখ্যা ২৮ শতাংশ বৃদ্ধি পাচ্ছে৷ ওয়েবসাইটগুলিতে ভিজিটের পরিমাণও বেড়ে গিয়েছে ৫৪ শতাংশ৷ ভিডিও নিউজগুলি দেখার চাহিদা বেড়ে গিয়েছে প্রায় ৭৫ শতাংশ৷ টেলিভিশনের পর্দায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ দেখার সময় একলাফে চারশো কোটি মিনিট বেড়ে যায়৷ শুধু চলতি সপ্তাহেই নয়৷ লকডাউন পর্ব শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছেন খবর দেখার সময়৷ বেড়েছে দর্শককূল৷
বিএআরসি ডাটা অনুযায়ী, ঘরে ঘরে মানুষ সবচেয়ে বেশি দেখছে দূরদর্শন ন্যাশনাল চ্যানেল৷ ‘রামায়ণ’, ‘শক্তিমান’ এবং ‘ব্যোমকে বক্সি’ পর্দায় ফিরতেই বাড়তে শুরু করে দূরদর্শনের চাহিদা৷ হিন্দি ধারাবাহিকগুলির মধ্যে চাহিদার তুঙ্গে রয়েছে ‘রামায়াণ’৷ দাদু-ঠাকুমার সঙ্গে ছোটরাও ডুব দিয়েছে ‘রামায়ণে’৷ প্রায় ২২ শতাংশ শিশুর কাছে অতিপ্রিয় হয়ে উঠেছে এই পৌরাণিক আখ্যান৷ প্রথম পাঁচে রয়েছে ‘মহাভারত’ও৷ ২৫ শতাংশ বাচ্চা এখন ‘মহাভারত’ দেখতে শুরু করেছে৷
লকডাউনে ইউটিউবেও সময় কাটাচ্ছেন বহু ইউজার৷ চলতি সপ্তাহে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি চাহিদা ছিল মানি হাইস্ট-এর৷ অন্যদিকে, ডিজনি+হটস্টারে টপ মুভি ছিল মিশন মঙ্গল৷