ভারতীয় নৌসেনায় করোনার থাবা, আক্রান্ত বহু জওয়ান

ভারতীয় নৌসেনায় করোনার থাবা, আক্রান্ত বহু জওয়ান

মুম্বই: সেনাবাহিনীর পর এবার ভারতীয় নৌবাহিনীতে করোনা সংক্রমণ৷ নৌবাহিনীর ২১ জন জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ানদের নৌবাহিনীর নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে মুম্বইয়ে নৌবাহিনীতে৷

জানা গিয়েছে, আক্রান্ত জওয়ানরা আইএনএস আংরে’র তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন৷ আইএনএস আংরে’র তত্ত্বাবধানে থাকা সমস্ত জওয়ানের তালিকা তৈরি করে নমুনা পরীক্ষার কাজ শুরু হতে চলেছে বলে খবর৷ ওই জওয়ানদের সংস্পর্শে কারা এসেছিলেন, তাঁদেরও খোঁজখবর নেওয়ার কাজ শুরু করে দিয়েছে নৌবাহিনী৷ আক্রান্ত জওয়ানদের ইতিমধ্যেই মুম্বইয়ে নেভির হাসপাতাল চিকিৎসা চলছে৷

করোনার প্রভাব রুখতে যুদ্ধজাহাজগুলিতে জীবাণু নিকেশের কাজ শুরু হয়েছে৷ স্যানিটাইজেশনের কাজ শুরু করে দিয়েছে নৌসেনা৷ ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলির মধ্যে অন্যতম আইএনএস আংরে৷ সংক্রমণ রুখতে কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে বাহিনী৷ এর আগেও ভারতীয় সেনাবাহিনীতে ৮ জওয়ানের শরীরে করোনা আক্রান্ত ঘটে৷ তাঁরাও ছিলেন মুম্বইয়ে৷ এবার সেই মারাঠাভূমের নৌবাহিনীতে মিলল করোনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =