দেশভেদে করোনার বিবর্তন! নতুন করে ফিরতে পারে কোভিড-১৯, উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক

দেশভেদে করোনার বিবর্তন! নতুন করে ফিরতে পারে কোভিড-১৯, উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি: করোনায় ঘটছে বিবর্তন? বদলে যাচ্ছে চরিত্র? করোনা জয় করে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা নতুন করে আক্রান্ত হতে পারেন? চূড়ান্ত আশঙ্কার কথা এখন উড়িয়ে দিতে পারছে না কেন্দ্র৷ বরং করোনার বিবর্তন প্রসঙ্গে উদ্বেগের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷

ইতিমধ্যেই করোনা প্রভাবিত চিন থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশে একই ব্যক্তির দেশে দ্বিতীয় বার করোনা  আক্রান্তের ঘটনা সামনে এসেছে৷ আর তাতেই উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ ভারতেও এই একই অবস্থা দেখা দেবে না, তা নিশ্চিত নন বিশেষজ্ঞরা৷ স্বাস্থ্যকর্তারা কার্যত স্বীকার করে নিয়েছেন, এমন হলে করোনা গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছে যেতে পারে৷ বর্তমানে ভারতে স্থানীয় সংক্রমণ ঘটলেও গোষ্ঠী পর্যায়ে এখনও পৌঁছয়নি বলে একাধিকবার দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ আশা করা হচ্ছে, ভারতে গোষ্ঠী সংক্রমণের হওয়ার আগেই ওষুধ কিংবা মানুষের শরীরে করোনার বিরুদ্ধে লড়ার করার মতো ক্ষমতা জন্মে যাবে৷ তবে, গোষ্ঠী সংক্রমণ রুখতে সর্বশক্তি দিয়ে লড়াই করেছে কেন্দ্রীয় সরকার৷

যদিও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের আশা, চিকেন পক্সের একবার হলে শরীরে বাসা বাঁধলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় শরীর৷ সাধারণত ওই রোগ দ্বিতীয় থাবা বসায় না৷ কিন্তু, করোনার ক্ষেত্রেও এই একই ব্যবস্থা কার্যকর হবে, তা জোর দিয়ে বলতে পারছেন না আইসিএমআর৷ কেননা, করোনা আক্রান্ত ব্যক্তিদের দেহে করোনার বিরুদ্ধে লড়াই করার মতো শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে না৷ ফলে, দ্বিতীয় বারের জন্য সংক্রমিত হয়েছেন বলেও তৈরি হয়েছে আশঙ্কা৷ অন্যদিকে, চিন ও ইরানে করোনার চরিত্রগত দিক থেকে সাদৃশ্য লক্ষ্য করা গিয়েছে৷ ইউরোপ ও আমেরিকায় রয়েছে সাদৃশ্য৷ ফলে, দেশভিত্তিক করোনার বিবর্তন নিয়ে চিন্তায় গবেষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =