মহামারীর দিনেও অন্য দেশকে সাহায্যের নজির, ভারতকে কুর্নিশ রাষ্ট্রসংঘের

মহামারীর দিনেও অন্য দেশকে সাহায্যের নজির, ভারতকে কুর্নিশ রাষ্ট্রসংঘের

জেনিভা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীকে আর এত বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়নি৷ বিশ্বের প্রায় সব দেশেই এর মারক প্রভাব পড়েছে। ভারতেও লকডাউনের প্রভাবে দেশে আর্থিক সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ এহেন সংকটের দিনেও ভারত আরও বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ শুধু তাই নয়, এই পরিস্থিতিতে ভারত যেভাবে বিশ্বের সমস্ত দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ করোনা মোকাবিলায় ভারতের সহযোগিতার ভূয়সী প্রশংসা করলেন তিনি৷

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুয়ারিচ বলেন, ‘‘মহাসচিব জানিয়েছেন, গোটা বিশ্বে একটা সঙ্কটময় পরিস্থিতি চলছে৷ করোনার মোকাবিলায় যে ভাবে সব দেশ একে অপরের পাশে দাঁড়াচ্ছে তা অভূতপূর্ব৷’’ তিনি আরও বলেন, ‘‘করোনার মোকাবিলায় সব দেশকে একত্রিত হয়ে কাজ করার জন্য আগেই আহ্বান জানিয়েছিলেন মহাসচিব৷ তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে যে ভাবে বিভিন্ন দেশ এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়৷’’

ভারত যে ভাবে বিভিন্ন দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ দিয়ে সহযোগিতা করছে, সে প্রসঙ্গও ওঠে এই বৈঠকে। সাংবাদিকরা এ বিষয়ে স্টেফানির কাছে মহাসচিবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত করোনা মোকাবিলায় যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের সেই উদ্যোগের প্রশংসা করেছেন মহাসচিব।’ বিশ্বের ১৮৫টি দেশে এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে দেড় লক্ষ মানুষের। সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকার। তার পরেই রয়েছে স্পেন, ফ্রান্স, ইটালি, জার্মানি এবং ব্রিটেন। আমেরিকায় ৭ লক্ষ মানুষ আক্রান্ত। মৃত ৩৩ হাজার। ইতালিতে ইতিমধ্যেই এই ভাইরাসের হানায় মারা গিয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। করোনার মোকাবিলায় গোটা বিশ্ব ঝাঁপিয়ে পড়েছে। এই অতিমারি রুখতে প্রতিটি দেশ নিজের মতো করে নানা পদক্ষেপ করছে। কিন্তু তার পরেও সংক্রমণ বা মৃত্যু ঠেকানো সম্ভব হচ্ছে না অনেক দেশেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =