যোগীর প্রদেশে খুন করোনা যোদ্ধা, মেরে হাত ভাঙা হল ডাক্তারের!

যোগীর প্রদেশে খুন করোনা যোদ্ধা, মেরে হাত ভাঙা হল ডাক্তারের!

b74a83a1761e48ea9d86749ae0da558a

লখনউ: করোনা মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করছে সাফাইকর্মীরা৷ করোনার তাণ্ডব রুখতে জীবানুনাশক স্প্রে করার কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ অথচ এমন কাজ করতে গিয়েই এবার নিজের জীবন দিতে হল কুনওয়ার পাল নামে এক সাফাইকর্মীকে৷ করোনা রোগীদের চিকিৎসা করার দায়ে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ৷ করোনার বিরুদ্ধে সমানে থেকে লড়াই করারা মাসুল ঠিক এভাবেই গুনতে হল যোগীর রাজ্যের দুই করোনা যোদ্ধাকে৷ গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশজুড়ে৷

উত্তরপ্রদেশের রামপুরের মতিপুর গ্রাম৷ জানা গিয়েছে, গত ১৪ এপ্রিল কুনওয়ার পাল নামে সাফাই কর্মী মধুপুর গ্রামে গিয়েছিলেন জীবাণুনাশক স্প্রে করতে৷ স্প্রে করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে বাধা দেন৷ বাধা সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ায় জেরে তাঁকে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা৷ মারধরের পর ওই সাফাইকর্মীকে জীবাণুনাশক খাইয়ে দেওয়া হয়৷ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ গুরুতর অসুস্থ অবস্থায় ওই সাফাইকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে মোরাদাবাদ টিএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গত ১৭ এপ্রিল কুনওয়ার পালের মৃত্যু হয়৷

অন্যদিকে, আরও একটি অমানবিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে৷ চিকিৎসক প্রশান্ত ভাটনাগর৷ করোনা রোগীদের চিকিৎসা করার অভিযোগ তুলে চিকিৎসক পরিবারকে বাড়ি ছাড়ার নিদান স্থানীয়দের৷ তাতে রাজি না হওয়ায় চিকিৎসককে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে৷ পরে জখম অবস্থায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনে সাড়া দিয়ে যখন গোটা দেশ করোনা যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে থালা-বাটি বাজিয়েছিল, দীপ জ্বেলে সম্মান জানিয়েছিলেন, ঠিক তখন এই ঘটনা স্বাস্থ্য পরিষেবায় যুক্ত কর্মীদের প্রতি অমানবিকতা প্রকাশ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল৷ যদিও গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনও প্রতিক্রিয়া দেননি৷ তবে, খুনের ঘটনায় পাঁচ জনের নামে দায়ের হয়েছে মামলা৷ অভিযুক্তদের বিরুদ্ধে ১৪৭, ৩২৩, ও ৩০৪ ধারায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেতে পারেনি বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *