নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা বারবার উঠে আসছিল। তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছিল বহু সংগঠন। এদিকে কাজ বন্ধ থাকায় সমস্যার মুখেও পড়ছিল তাঁদের পরিবার। লকডাউনের জন্য সেই সমস্যা ক্রমেই জটিল হয়ে উঠছিল। এই অবস্থায় রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন। তবে যথাযথ নিয়ম মেনে যে যেখানে আটকে পড়েছেন, সেই এলাকায় কাজে যুক্ত হতে পারেন তাঁরা। শুধুমাত্র হটস্পট এলাকাগুলির ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ জারি হয়েছে বলেই সংবাদসূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানো এই মুহূর্তে সম্ভব নয়। আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চালু থাকার জন্যই এই সমস্যা বলে তিনি জানিয়েছেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্দেশ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, আটকে পড়া শ্রমিকদের কর্মক্ষেত্র যে রাজ্যে ছিল, সেখানেই যদি তাঁরা আটকে থাকেন, তাহলে সরকারি ত্রাণ শিবির থেকে কর্মক্ষেত্রে পাঠানো যেতে পারে তাঁদের।
Ministry of Home Affairs (MHA) issues Standard Operating System for the movement of stranded labourers within the state/union territory – “There shall be no movement of labour outside the state/UT from where they are currently located.” pic.twitter.com/qo0UFccp6r
— ANI (@ANI) April 19, 2020