করোনার থাবা অসামরিক বিমান মন্ত্রকে, বন্ধ প্রধান কার্যালয়

করোনার থাবা অসামরিক বিমান মন্ত্রকে, বন্ধ প্রধান কার্যালয়

নয়াদিল্লি: করোনার থাবা এবার বেসামরিক বিমান মন্ত্রকের প্রধান কার্যালয়ে৷   সেখানে এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷ যার ফলে বাকি কর্মচারীদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷  সিল করে দেওয়া হয়েছে বেসামরিক বিমান মন্ত্রকের প্রধান কার্যালয় বলে জানা গিয়েছে৷

না গিয়েছে, লকডাউনের প্রথম পর্ব পেরিয়ে যাওয়ার পরে ওই কর্মচারী কাজে যোগ দিয়েছিলেন৷ তারপরে করোনা পজেটিভ আসে তাঁর রেজাল্ট৷ কিন্তু ওই কর্মচারী কিভাবে করোনায় আক্রান্ত হলেন তা জানা যায়নি৷ তবে কোনও ঝুঁকি নিতে চায়নি বেসামরিক বিমান মন্ত্রক৷ তাঁর প্রধান কার্যালয় কাজীব গান্ধি ভবন সিল করে দিয়েছেন বলে জাবা গিয়েছে৷ ওই কর্মচারীরক সংস্পর্শে যাঁকা এসেছিলেন, তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷  তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷

ইতিমধ্যে নয়াদিল্লির হটস্পট এলাকাগুলি চিহ্নিত করে স্যানিটাইজিং এর কাজ চলছে। এছাড়াও লক ডাউনের কারণে বিনা কারণে বাড়ির বাইরে বেরনোর উপরে জারি রয়েছে নিষেধাজ্ঞা। তবে কোন কারণে বাড়ির বাইরে বেরোলে সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক করা হয়েছে।

সারা ভারতের পাশাপাশি দিল্লির করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে৷ দিল্লিতে করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়ে গিয়েছে৷ দিল্লিতে দুই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তবে গত সাতদিনে গুজরাতে ব্যাপক পরিমাণে করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে৷ গুজরাতে করোনা নিয়ন্ত্রণে থাকলেও গত সাতদিনে এক হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্রের পর গুজরাতে সব থেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে পাঁচ শতাধিক মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =