এবার ড্রোনের সাহায্যে হবে সম্পত্তির ম্যাপিং, পঞ্চায়েত দিবসে ঘোষণা প্রধানমন্ত্রীর

এবার ড্রোনের সাহায্যে হবে সম্পত্তির ম্যাপিং, পঞ্চায়েত দিবসে ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: পঞ্চায়েত দিবস উপলক্ষে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চঞ্চায়েত স্তরে কাজের গতি বাড়াতে জোড়া অ্যাপসেও সূচনা করেছেন প্রধানমন্ত্রী৷ পঞ্চায়েত দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, দেশবাসীকে আত্মনির্ভরতার বার্তার পাশাপাশি সম্পত্তি বিবাদ মেটাতে আকাশ পথে জমি জরিপ করার বিষয়ে নয়া যোজনার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷

আজ সকালে প্রধানমন্ত্রী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করে জানান, ‘‘এমন সংকট এলে ফের আমাদের যেন বিদেশের দিকে তাকিয়ে থাকতে না হয়৷ পঞ্চায়েত ব্যবস্থার যত শক্তিশালী হবে গণতন্ত্র শক্তিশালী হবে৷ গত ৫-৬ বছর আগে দেশের ১০০-র বেশি কম পঞ্চায়েতে ছিল ব্রডব্যান্ড৷ বর্তমানে এক লক্ষ গ্রামে আছে ব্রডব্যান্ডের অসুবিধা৷ গ্রাম-শহরের ব্যবধান কমিয়ে ই-গ্রাম স্বরাজ চালু করা হয়েছে৷ গ্রাম ও শহরের ব্যবধান দূর করতে সরকার চালু করেছে এই ই-গ্রাম স্বরাজ অ্যাপ৷ পঞ্চায়েত কী কাজ করছে, সব থাকবে এই গ্রাম স্বরাজ অ্যাপে৷ গ্রামের যে কেউ মোবাইলে নিজের গ্রামের কাজ দেখতে পারবেন৷ এর ফলে সেই গ্রামে পঞ্চায়েতের কর্মদক্ষতা বাড়বে৷ যে কোনও পরিকল্পনা সময় শেষ করার তাগিদ গ্রামে বেড়ে যাবে৷

ড্রোনের মাধ্যমে সম্পত্তির ম্যাপিংয়ের জন্য স্বামীত্ব যোজনা চালু করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ড্রোনের মাধ্যমে এখন থেকে পঞ্চায়েত স্তরে জমি জরিপ করার কাজ করা হবে৷ তার ব্যবস্থাও শুরু করছে কেন্দ্র সরকার৷ ওই ড্রোনের মাধ্যমে চিহ্নিত এলাকাগুলির মালিকানাও পেয়ে যাবেন গ্রামবাসীরা৷ তাদেরকে টাইটেল ডিড দেওয়া হবে৷ জমিজমা নিয়ে যাতে কোনও সমস্যা দেখা না, তার জন্য এই সুবিধা কার্যকর হবে৷ এতে গ্রামাঞ্চলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত করতে বড় পদক্ষেপ নেবে৷ নথিপত্র ঠিকঠাক থাকলে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ বৃদ্ধি পাবে৷ সম্পত্তি ম্যাপিং করবে ড্রোনের সাহায্যে৷ সম্পত্তি বিবাদ মেটাতে কাজ করবে এই পরিকল্পনা৷ নতুন যোজনার নাম স্বামীত্ব যোজনা৷’’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, পঞ্চায়েত দিবসে আত্মনির্ভরতা প্রয়োজন৷ এমন সংকট এলে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে৷ এই মহামারী আমাদের নতুন শিক্ষা দিয়েছে৷ করোনা আমাদের কাজের ধরন বদলে দিয়েছে৷ আগামী দিনে এমন সংকট এলে আমাদের এক হয়ে লড়াই করতে হবে৷ বিদেশের দিকে সাহায্যের জন্য আমাদের তাকিয়ে থাকলে চলবে না৷ পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় গণতন্ত্রের অন্যতম শক্তি৷ এই শক্তিকে আমাদের আরও মজবুত করতে হবে৷ গণতন্ত্র আরও মজবুত হবে৷ পঞ্চায়েত শক্তিশালী হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =