কলকাতা: কবে উঠবে লকডাউন? কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা৷
সূত্রের খবর, খুব সম্ভবত এখনই উঠছে না লকডাউন৷ হটস্পট এলাকাগুলিতে জারি থাকতে পারে লকডাউন বিধি৷ বাকি এলাকায় লকডাউন বিধি শিথিল হতে পারে৷ লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ সকালে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী৷ সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর৷ তবে, লকডাউনের মেয়াদ আদৌ বাড়বে কি না, কিংবা ৩ মে তা উঠে যাবে কি না, বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর৷ গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷
সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে পরিবেষ সহ করোনার জেরে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ জেলাভিত্তিক আলাদাভাবে অর্থিক পরিকল্পনা চিন্তাভাবনা শুরু করা হবে বলে খবর৷ আজ গুরুত্বপূর্ণ বৈঠকের পর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশজুড়ে এখনই সম্পূর্ণভাবে লকডাউন ওঠার সম্ভাবনা খুবই কম৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীদের বৈঠকে বেশিরভাগ মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন৷ যে সমস্ত করোনা চিহ্নিত এলাকাগুলিতে লকডাউন বিধি কার্যকর করে রাখার বিষয়ে সওয়াল করা হয়েছে৷ কিছু এলাকায় বিধি শিথিল করার বিষয়েও সওয়াল করা হয়েছে বলে খবর৷
লকডাউন জেরে জেলাভিত্তিক আলাদা আলাদা পরিকল্পনা করার চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র৷ মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী থেকে বিশেষ আর্থিক প্যাকেজ চেয়েছেন বলে সূত্রের খবর৷ সূত্রের খবর, বেশির ভাগ মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন৷ তবে ভিন রাজ্যে আটকে পড়া বিভিন্ন শ্রমিক বা পর্যটকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ কোনও ট্রেন বা পরিবহন ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে৷ তবে এখনই রেল ও বিমান চলাচল করবে কি না, তা নিয়ে স্পষ্ট ধারণা যায়নি৷
PM Modi emphasized on the significance of ensuring that more people download the AarogyaSetu app to bolster the efforts of the country in the battle against COVID-19: PMO on PM’s meeting with CMs https://t.co/2npnupDKsU
— ANI (@ANI) April 27, 2020