নয়াদিল্লি: লকডাউনের ঘেরাটোপে দেশের বড়বড় শহরগুলি৷ দেশজুড়ে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে করোনা পজেটিভ ২৭,৮৯২ জন৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র৷ সোমবার সকালে বাণিজ্যনগরী মুম্বইতে ৩২৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে৷ অন্যদিকে, মৃত্যু হয়েছে ১৩ জনের৷ এই নিয়ে মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছল ৫,১৯৪ তে৷ মৃত ২০৪৷ মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুজরাত৷ আহমেদাবাদে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়ছে ১৮ জনের৷
দিল্লি- করোনায় কাবু রাজধানী দিল্লি৷ গত ১০ দিন দিল্লিতে সংক্রমণের হার কম থাকলেও, রবিবার ফের ২৯৩ জন আক্রান্তের সন্ধান মিলেছে৷ এদিকে, হিন্দু রাও হাসপাতালে ৩২ বছরের এক নার্স করোনা আক্রান্ত হওয়ার পরই স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হয়েছিল হাসপাতাল৷ রবিবার পুনরায় তা খোলা হয়েছে৷ এদিকে, আগামী কয়েক দিনের মধ্যে দিল্লিতে সবজি এবং ফলের যোগান কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কারণ আজাদপুর বাজারে আসা ব্যবসায়ীরা করোনা সংক্রমণের ভয়ে কয়েকদিন ব্যবসা বন্ধ রেখেছেন৷ ফলে দেখা দিতে পারে খাদ্য সংকট৷
মুম্বই- কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়ে ওঠা চার জনের প্লাজমা নিয়ে অন্য রোগীদের শরীরে প্রয়োগ করা হবে মুম্বই হাসপাতালে৷ এই কাজের জন্য করোনা থেকে সুস্থ হয়ে ওঠা অন্যান্য মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বৃহন্নমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন৷ এদিকে, মুম্বই এবং পুণের পাশাপাশি রাজ্যের রেড জোনগুলিতে ৩ মে’র পরেও লকডাউন বাড়ানো হতে পারে বলে রবিবারই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷
বেঙ্গালুরু- পিপিই বা পার্সোনাস প্রটেকশন ইকুইপমেন্ট উৎপাদনের কেন্দ্র হয়ে উঠেছে বেঙ্গালুরু৷ দিনে ১ লক্ষ পিপিইর ৫০ শতাংশই এই শহরে উৎপাদন হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে৷ অন্যদিকে, বেঙ্গালুরুর চিকিৎসকরা একটি রোবট তৈরি করছেন৷ যেখানে কোভিড-১৯ ভাইরাসকে খতম করতে ইউভি আলো ব্যবহার করা হচ্ছে৷ ইউভি লাইটের নির্দিষ্ট ডোজ ব্যবহার করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস মারা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা৷
চেন্নাই- রবিবার নতুন একটি অধ্যাদেশ জারি করেছে তামিলনাড়ু সরকার৷ ওই অধ্যাদেশে বলা হয়েছে, কোনও করোনা আক্রান্ত রোগীর সৎকারে প্রশাসনের কাজে বাঁধা দিলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে৷
হায়দরাবাদ- কেন্দ্র সবুজ সংকেত দিলেও রাজ্য সরকারের সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন দোকান ভাড়া নেওয়া হায়দরাবাদের ছোট ব্যবসায়ীরা৷ তাঁদের দোকান খোলার অনুমতি দেয়নি রাজ্য৷ পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম৷ এদিকে, গাচিবৌলি স্পোর্টস কমপ্লেক্সে কোভিড-১৯ চিকিৎসার জন্য ১৫০০ বেড তৈরি করা হয়েছে৷ অন্যদিকে না খেয়ে দিন কাটাচ্ছে শহরের ২৫০ টিরও বেশি ঘোড়া এবং টাট্টু ঘোড়া৷ মূলত বিয়ে বা ভ্রমণের উদ্দেশ্যে এই ঘোড়াগুলি ব্যবহার করা হয়৷ কিন্তু করোনার দাপটে তাদের মনিবদেরও পেটে টান পড়েছে৷ পোষ্যদের খাওয়ার জোগাতে পারছেন না তাঁরা৷
চণ্ডীগড়- আগামী ২৮ দিন কনটেইনমেন্ট জোন হিসাবে থাকবে সেক্টর ১৫৷ বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এই প্রথমবার অক্ষয় তৃতীয়ার দিনে শহরে সোনার বিক্রি শূন্য৷ কিছু ব্যবসায়ী অনলাইনে সোনার অর্ডার নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি৷ তবে বই-খাতা বা ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান খুলছে৷
লখনউ- নবাবের শহরে ইফতার পার্টির রমরমা নেই৷ নেই জিভে জল আনা গলৌটি কাবাব বা বিরিয়ানির সুভাষ৷ বদলে চলছে করোনা টেস্টিং৷ রবিবার কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটিতে ৪৬১ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ৬ জনের করোনা পজেটিভ৷ আসন্ন বুদ্ধ পূর্ণিমা, ইদ-উল-ফিতর এবং বাবা মঙ্গল উপলক্ষে কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না বলে ২১ দফা নির্দেশিকা জারি করা হয়েছে৷
আমেদাবাদ- লকডাউন শিথিল করা নিয়ে যে গুজব চলছে, রাজ্যবাসীকে তাতে আমল না দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি৷ তিনি জানিয়েছেন, একাধিক রিপোর্ট হাতে আসার পর আমেদাবাদ, ভদোদরা, সুরাত এবং রাজকোটে কঠোরভাবেই লকডাউন চলবে৷ আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন কোভিড বেডের সংখ্যা বাড়িয়েছে৷ নারোদার বেসরকারি হাসপাতাল এবং ইস্কন আম্বলি রোডের পাঁচতারা হোটেলে কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলা হয়েছে৷