দেশজুড়ে লকডাউন এখনই উঠবে না! ইঙ্গিত প্রধানমন্ত্রীর

দেশজুড়ে লকডাউন এখনই উঠবে না! ইঙ্গিত প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: আগামী ৩ মে ভারতজুড়ে দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা৷ কিন্তু তারপরেও  দেশজুড়ে লকডাইন সম্পূর্ণ উঠবে না বলেই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের কিছু কিছু জায়গায় লকডাউন উঠবে৷ তবে যেখানে লকডাউন উঠবে, সেখানে বেশ কিছু নিয়ম ও শর্ত থাকবে বলেই মনে করা হচ্ছে৷ সোমবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদি৷ সেখান থেকেই এই ইঙ্গিত উঠে আসছে বলে জানা গিয়েছে৷

যেভাবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, প্রশাসনের কপালে যে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না৷ এই  পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বার বার জানিয়েছে, হঠাৎ করে লকডাউন তুলে নেওয়া হলে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে৷ সেই সময়ই আন্দাজ মিলেছিল, ৩ মের পর লকডাউন সম্পূর্ণ তুলে নেওয়া হবে না৷ দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন বলে জানা গিয়েছে৷

মনে করা হচ্ছে, আগামী সপ্তাহেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশ জুড়ে লকডাউন আরও চলবে কি না, সেই বিষয়ে তখনই জানা যাবে বলে মনে করা হচ্ছে৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বেশ কিছু জায়গা রেড জোনে রয়েছে, সেখানে লকডাউন চলবে৷ দেশের বিভিন্ন এলাকা থেকে লকডাউন উঠে গেলেও, সেখানেও কিছু নিয়ম মেনে চলতে হবে বলে মনে করা হচ্ছে৷

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেশ কিছু রাজ্য লকডাউন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন৷ আবার পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মতো বেশ কিছু রাজ্য লকডাউন আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন৷ বেশ কিছু রাজ্য ইতিমধ্যে লকডাউন বাড়িয়েছে৷ বাংলায় ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়বে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *