নয়াদিল্লি: ভারতের শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অফ রিসার্চের মান পরীক্ষায় অবশেষে ডাহা ফেল করলো চীনা থেকে আমদানি করা দুটি সংস্থার র্যাপিড টেস্টিং কিট। করোনা সনাক্তকরণে চীনা টেস্টিং কিটের ফলাফল নিয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে অভিযোগ আসার পর বিগত দুদিন সমস্ত র্যাপিড টেস্টিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলো স্বাস্থ্যমন্ত্রক। এবার নিজেরাই পরীক্ষার ফলাফলে বিস্তর বৈচিত্র্য লক্ষ্য করে এখনই র্যাপিড অ্যান্টি-বডি টেস্ট কিটগুলি ব্যবহার বন্ধ করার রাজ্য সরকারগুলিকে একটি নতুন নির্দেশিকা পাঠালো আইসিএমআর। তারা জানিয়েছে চীনের দুই সংস্থা গুয়াংজু ওয়ান্ডফো বায়োটেক এবং ঝুহাই লিভজন ডায়াগনস্টিকসের টেস্টিং কিটগুলির মূল্যায়ন করা হয়েছে। চীনের মান পরীক্ষায় উত্তীর্ণ কিটগুলি ভালো কাজ করবে এমন প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ফলাফলগুলিতে “বিস্তর বৈচিত্র্য” দেখা গেছে। এই কিট গুলির মাধ্যমে টেস্ট বন্ধ রাখার পাশাপাশি সেগুলি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিএমআর।
আইসিএমআর-এর শীর্ষস্থানীয় চিকিৎসকমন্ডলীর মতামত অনুসারে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবদের কাছে চিঠি লিখে জানানো হয়েছিল যে কোভিভ-১৯ সনাক্তকরণে আরটি-পিসিআর গলা এবং নাকের কফ পরীক্ষাই সবথেকে কার্যকরী উপায়। তাদের মতে এই পরীক্ষার মাধ্যমে একসাথে অনেকের পরীক্ষা করা যাবে এবং আগে থেকেই করোনা সংক্রমিতদের আলাদা করে চিহ্নিত করে আইসোলেশন করা যাবে। সেইমতো রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ব্যপকহারে নজরদারির জন্যই এই কিট গুলি ব্যবহার করা হবে।
করোনা হটস্পট অঞ্চলের প্রত্যেক বাসিন্দার করোনা পরীক্ষা করার জন্য নির্দেশিকা পাঠানোর পর চীন থেকে ৫ লাখ টেস্টিং কিট আনা হয়েছিল। ইতিমধ্যে বেজিংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ১৬ এপ্রিল আরএনএ কিট-সহ প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টেস্টিং কিট,, দেশে আমদানি করা হয়েছে। এদিকে সোমবার চীনা র্যাপিড কিট নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। চীনা কিট মান নিয়ে অভিযোগের সঙ্গে অভিযোগ দ্বিগুণেরও বেশি দামে ভারত সরকারকেএই কিট সরবরাহ করেছে দেশেরই এক সরবরাহকারী সংস্থা রিয়েল মেটাবলিকসের বিরুদ্ধে। বিষয়টি দিল্লি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। কিট প্রতি ২৪৫ টাকা দিয়ে চিন থেকে কিট আনে মেট্রিক্স নামে এক আমদানিকারক সংস্থা। কিন্তু অভিযোগ কেন্দ্রীয় সরকারের কাছ সেই কিট প্রতিটি ৬০০ টাকা করে নেয় রিয়েল মেটাবলিকস এবং আর্ক ফার্মাসিউটিক্যালস।