মাস্ক পরেননি? মিলবে না রেশন, নয়া সিদ্ধান্ত সরকারের

মাস্ক পরেননি? মিলবে না রেশন, নয়া সিদ্ধান্ত সরকারের

3b8aefb6727e81e9e810ca4d3ae9b5c6

পানাজি: করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোনের তালিকা। তবে নিরাপদ রয়েছে গোয়া। এখনও পর্যন্ত আক্রান্তের খবর পাওয়া যায়নি এই রাজ্যে। তবুও সতর্ক রয়েছে সরকার। করোনা পরিস্থিতি এড়ানোর জন্য তাই সম্প্রতি ঘোষণা করা হয়েছে, রেশন পেতে হলে মাস্ক পরতেই হবে। এমনকী, পেট্রল পাম্পে তেল নিতে গেলেও পরতে হবে মাস্ক।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্য বিভিন্ন পদক্ষেপ করছে। তাছাড়া কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। তবে এতকিছুর মধ্যেও করোনা সংক্রমণের ক্ষেত্রে স্বস্তিতে রয়েছে গোয়া। কেন্দ্রের তরফে দেওয়া তালিকায় রেড জোন ও অরেঞ্জ জোনে গোয়ার কোনও জেলাই নেই। এই খবর প্রকাশ্যে আসতেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত শুক্রবার দুপুরে টুইট করেছেন সেই তালিকা। টুইটে তিনি লিখেছেন, 'করোনা যোদ্ধাদের প্রচেষ্টা এবং গোয়ার মানুষের সহযোগিতায় ভারত সরকার কর্তৃক গ্রিন জোনের মর্যাদা পেয়েছে আমাদের রাজ্য।'

পাশাপাশি সরকারের তরফে সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, মাস্ক না পরলে পাম্পে তেল পাওয়া যাবে না, এমনকী, পাওয়া যাবে না রেশনও। তবে এই নয়া নিয়ম জনসাধারণের মধ্যে প্রচার করার প্রয়োজনের কথাও বলা হয়েছে সরকারের বয়ানে। একটি বিবৃতিতে বলা হয়েছে, 'এই নিয়ম চালুর আগে সরকারের 'নো মাস্ক, নো পেট্রল' অথবা 'নো মাস্ক, নো রেশন' জাতীয় বিশেষ প্রচার চালানো উচিত।'

এর আগে গ্রিন জোন হিসেবে ঘোষিত হবে গোয়া, এই নিয়ে যখন গুঞ্জন চলছিল, সেই সময়েই গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে টুইটে লিখেছিলেন, 'আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি, গোয়ায় যাঁরা কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এই মুহূর্তে গোয়ায় এক জনও করোনায় আক্রান্ত নেই। তবুও আমাদের নিজেদের দায়িত্ব ভুললে চলবে না। সোশ্যাল ডিসট্যান্সিং, টেস্টের হার বৃদ্ধি ও সরকার নির্দেশিত নিয়ম মেনে চলতে হবে আমাদের।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *