৯ দিন বন্ধ থাকবে ব্যাংক, দেখেনিন মে মাসের ছুটির তালিকা

৯ দিন বন্ধ থাকবে ব্যাংক, দেখেনিন মে মাসের ছুটির তালিকা

নয়াদিল্লি: লকডাউনের জেরে দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে যাবতীয় অফিসকাছরি৷ তবে ব্যাঙ্কের কাজ চলছে নিয়ম মাফিক৷ কাজের সময় কমলেও, গুরুত্বপূর্ণ কাজগুলি ঠিকভাবেই চলছে৷ তবে চলতি মাসে বেশ কিছু দিন ছুটি থাকবে ব্যাঙ্ক৷ 

যদিও ব্যাঙ্কের ছুটি রাজ্য বিশেষে বদলে যায়৷ বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কিং সংস্থাগুলি স্থানীয় উৎসবের উপর ভিত্তি করে ছুটি ঘোষণা করে৷ একঝলকে দেখে নেওয়া যাক, মে ২০২০-তে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ ছুটির দিনগুলি জেনে নিয়ে গুছিয়ে ফেলুন নিজেদের কাজ৷ 

মে ডে, ২০২০- ১ মে বা মে ডে শ্রমিক দিবস হিসাবে পালিত হয়৷ ওই দিন আবার মহারাষ্ট্র দিবস হিসাবেও উদযাপিত হয়৷ ১ মে মহারাষ্ট্র, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, গোয়া, কর্ণাটক, কেরল, মণিপুর, পুদুচেরি, তামিলনাড়ু, তেলেঙ্গনা, এবং পশ্চিমবঙ্গে সমস্ত ব্যাঙ্ক বন্ধ ছিল৷ 

৭ মে, ২০২০- আগামী ৭ মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা৷ বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী হিসেবে ওই দিন ব্যাঙ্ক ছুটি থাকবে৷ 

৮ মে, ২০২০- বুদ্ধ পূর্ণিমার পরের দিনই রবীন্দ্রজয়ন্তী৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী হিসেবে ৮ মে শুক্রবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ 

১৬ মে, ২০২০- ১৬ মে সিকিমের সবকটি ব্যাঙ্ক ছুটি থাকবে৷ ১৯৭৫ সালের ১৬ মে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল সিকিম৷ এই দিনটি সিকিম দিবস হিসাবে পালিত হয়৷  

১৯ মে, ২০২০-  শব-ই-কদর উপলক্ষে ১৯ মে জম্মু-কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ 

২১ মে ও ২২ মে, ২০২০- জামাত উল ভিদা হিসেবে এই দুই ছুটি থাকবে ব্যাঙ্ক৷ বেশ কিছু রাজ্যে ২১ মে পালিত হবে এই উৎসব৷ আবার কোনও কোনও রাজ্যে ২২ মে অনুষ্ঠিত হবে জামাত উল ভিদা৷ 

২৫ মে, ২০২০- ইদ-উল-ফিতর উপলক্ষে এই দিন প্রতিটি রাজ্যেই বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা৷ একইসঙ্গে হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং রাজস্থানে ২৫ মে পালিত হবে মাহারানা প্রতাপ জয়ন্তী৷ 

২৬ মে, ২০২০- শ্রী গুরু অর্জুন দেবের শহিদ দিবস হিসাবে পBank holiday May 2020ঞ্জাবে ছুটি থাকবে ব্যাঙ্ক৷ 

উপরোক্ত দিনগুলির মধ্যে মে ডে, বুদ্ধ পূর্ণিমা এবং ইদ-উল-ফিতর হল ন্যাশনাল ব্যাঙ্কিং হলিডে৷ এছাড়াও নিয়ম মাফিক সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ ছুটির দিনগুলি হল ৩মে, ৯ এবং ১০ মে, ১৭ মে, ২৩ এবং ২৪ মে ও ৩১ মে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =