হৃদয় স্পর্শী পোস্টারে ইরফান খান-ঋষি কাপুরকে শ্রদ্ধার্ঘ আমুলের

হৃদয় স্পর্শী পোস্টারে ইরফান খান-ঋষি কাপুরকে শ্রদ্ধার্ঘ আমুলের

নয়াদিল্লি:  ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতীয় চলচ্চিত্র জগতে ঘটেছে দুই নক্ষত্রপতন৷ বলিউড হারিয়েছে ইরফান খান এবং ঋষি কাপুরের মতো প্রবাদপ্রতীম দুই অভিনেতাকে৷ তাঁদের মৃত্যুতে শুধু দেশ নয়, শোকাহত গোটা বিশ্ব৷ দেশের নানা প্রান্ত থেকে তাঁদের অনুরাগীরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে শোকবার্তায়।  এবার তাতে সামিল হল আমুল৷ এই দুই কিংবদন্তী অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানাল তারা৷

শুক্রবার ট্যুইটারে দুটি হৃদয় স্পর্শী ছবি পোস্ট করে আমুল৷ ঋষি কাপুরের স্মৃতিতে তৈরি করা হয়েছে এমন একটি পোস্টার, যেখানে তাঁর অভিনীত বিভিন্ন চরিত্রের মুখগুলি তুলে ধরা হয়েছে৷ এর মধ্যে রয়েছে  ‘মেরা নাম জোকার’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘ববি’ ও ‘সরগম’। এই ছবিতে আমুল গার্লকে দেখা যাচ্ছে ঋষি কাপুরের পিছনে একটি বাইকে বসে থাকতে। ছবির উপর লেখা ‘আপ কিসিসে কম নেহি’৷ ঋষি কাপুর অভিনিত ‘হাম কিসিসে কম নেহি’ ছবির অনুকরণেই এই নামকরণ৷  

একইভাবে শ্রদ্ধা জানানো হয়েছে ইরফান খানকেও৷  ‘দ্য লাঞ্চবক্স’, ‘পিকু’, ‘আংরেজি মিডিয়াম’ এবং ‘পান সিং তোমর’ সিনেমায় ইরফানের চরিত্রগুলি নিয়ে তৈরি করা হয়েছে এই পোস্টার৷ ছবিতে ইরফানকে আলিঙ্গন করে রয়েছে আমুল গার্ল৷ পোস্টারের উপরে লেখা ‘তুমকো ইয়াদ রাখেঙ্গে গুরু হাম..’৷ 

গত বুধবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মতো ব্যতিক্রমী অভিনেতা৷ ব্রেন টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করার পর সুস্থ হয়ে 'আংরেজি মিডিয়াম' ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন। কিন্তু মঙ্গলবার  কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ বুধবার সকালে মৃত্যু হয় তাঁর৷ 

এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকলকে কাঁদিয়ে চলে যান ঋষি কাপুর৷   দীর্ঘ দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। বিদেশে একটানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন৷ বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচএনএন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় এই প্রতিভাবান অভিনেতাকে। বৃহস্পতিবার সকালে ৬৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =