বিশাখাপত্তনমের মানুষের জন্য প্রার্থনা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর! পাশে থাকার বার্তা রাহুলের

বিশাখাপত্তনমের মানুষের জন্য প্রার্থনা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর! পাশে থাকার বার্তা রাহুলের

ea024f5c707d315378e166b6ce3d20ae

নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডিয়ার রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে এক শিশু-সহ মৃত্যু হয়েছে আটজনের। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছেন আশেপাশের এলাকার প্রায় ১০০০ জন৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২০০ মানুষ। এই ঘটনা জানার পরই উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশাখাপত্তনমের মানুষের জন্য প্রার্থনা জানালেন তিনি৷  ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি৷

প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, ‘‘বিশাখাপত্তনমের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিএমএ)-র কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি৷ পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে৷ বিশাখাপত্তনমের প্রতিটি মানুষের সুরক্ষা ও মঙ্গল কামনা করি।” ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ ট্যুইট করে তিনি বলেন, ‘‘বিশাখাপত্তনমের কারখানায় গ্যাস লিক হয়ে মৃত্যুর ঘটনায় আমি শোকাহত৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷’’

প্রধানমন্ত্রীর ট্যুইটের খানিক পরেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ট্যুইট করে বলা হয়, ‘‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সঙ্গেও কথা বলেছেন তিনি৷ প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷’’ এই ঘটনায় সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ তিনি ট্যুইট করে বলেন, ‘‘বিশাখাপত্তনমের ঘটনা খুবই উদ্বেগজনক৷ এনডিএমএ-এর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে৷ পরিস্থিতি আমাদের নজরে আছে৷ বিশাখাপত্তনমের মানুষের মঙ্গল কামনা করি৷’’

মানুষের জীবন বাঁচাতে জেলা প্রশাসন যাতে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করে, সেই বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডিকে৷ ইতিমধ্যে কিং জর্জ হাসপাতালে চিকিৎসারত আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী৷  ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও৷  তিনি বলেন, ‘‘ভাইজাক গ্যাস লিক ঘটনায় আমি মর্মাহত৷ স্থানীয় কংগ্রেস নেতাদের কাছে আমার আবেদন, তাঁরা যেন উদ্ধার এবং ত্রাণের কাজে মানুষের পাশে থাকে৷ যাবতীয় সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷ নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যাথী৷’’

ট্যুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও৷ তিনি বলেন, ‘‘পলিমার প্ল্যান্টে গ্যাস লিকের ঘটনা খুবই উদ্বেগজনক৷ সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি৷’’ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘বিশাখাপত্তনমে গ্যাস লিক ঘটনায় মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত৷ সকলে সুস্থ থাকুক, এই প্রার্থনা করি৷’’

১৯৬১ সালে বিশাখাপত্তনমের কাছে হিন্দুস্তান পরিমার্স এই কারখানাটি গড়ে তোলে৷ ১৯৯৭ সালে কারখানাটি কিনে নেয় দক্ষিণ কোরিয়ার এলজি চেম৷ কারখানাটির নতুন নাম হয় এলজি পরিমার্স ইন্ডিয়া৷ লকডাউনের জেরে ৪০ দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবারই নতুন করে কারখানা খোলার প্রস্তুতি নিচ্ছিল কর্তৃপক্ষ৷ কিন্তু এদিন সকালেই ঘটে যায় বিপর্যয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *