কীভাবে কাজ পাবেন ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা? তৎপর চার রাজ্য

কীভাবে কাজ পাবেন ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা? তৎপর চার রাজ্য

1e5aab0b2440e75701a5db61656393f7

নয়াদিল্লি: ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে নিজেদের রাজ্যে৷ বিশেষ বাস ও ট্রেনে করে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের৷ কিন্তু রাজ্যে ফেরার সঙ্গে সঙ্গে তাঁদের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা করাটাও প্রতিটি রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ৷ রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের সুযোগ তৈরি করতে মরিয়া বিহার, মধ্যপ্রদেশে, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়৷ 

ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা৷ লকডাউনে জেরে ঘর ছেড়ে দূর-দূরান্তে আটকে পড়েছিলেন তাঁরা৷ ফেরার কোনও পথ খোলা ছিল না তাঁদের কাছে৷ তবে এখন আর ঘরে ফেরায় বাধা নেই৷ সেই মতো তৈরি হচ্ছে রাজ্যগুলিও৷ 

বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল কুমার মোদি বলেন, ‘‘যাঁরা কাজের জায়গা থেকে ফিরে আসছেন, ছট পুজোর আগে তাঁদের আর ফিরে যাওয়ার সম্ভাবনা নেই৷ প্রায় ৫ থেকে ১০ লক্ষ মানুষ ভিন রাজ্য থেকে বিহারে ফিরছে৷’’ আগামী দুই-তিন দিনের মধ্যে  তেলেঙ্গানা থেকে ১২টি ট্রেন এবং গুজরাত থেকে সাতটি ট্রেন বিহারে আসবে৷ 

মোদি আরও বলেন, ‘‘আমরা নতুন করে MGNREGA (মহত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট) কার্ড চালু করার ব্যবস্থা করছি৷ এখন MGNREGA-তে অন্তর্ভুক্ত রয়েছেন ৩২ লক্ষ মানুষ৷ এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে শুরু হয়েছে নির্মাণ কাজ৷’’  বিহারের মতো MGNREGA প্রকল্পে কর্মসংস্থান  বাড়ানোর উপর জোর দিচ্ছে মধ্যপ্রদেশেও৷ করোনা সংক্রমিত অঞ্চল ছাড়া রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে MGNREGA-র কর্মসংস্থানমূলক কাজ শুরু করেছে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রক৷ অন্যদিকে, শহরগুলিতে জীবন শক্তি প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাস্ক তৈরির মতো কাজ দেওয়া হচ্ছে৷ প্রায় ১০ হাজার মহিলা অনলাইনে নাম নথিভুক্ত করেছেন৷ অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ১৫ এপ্রিল থেকে শুরু করেছেন গম সংগ্রহের কাজ৷

কর্মসংস্থানের লক্ষে তিনটি নতুন প্রকল্প চালু করেছে ঝাড়খণ্ড৷ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, ‘‘নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব না হলেও, রাজ্যে ফিরে আসা প্রত্যেক পরিযায়ী শ্রমিককে কাজ দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ৷’’ তিনি আরও বলেন, বিরসা হরিত গ্রাম প্রকল্পে কৃষকদের চাষ করার জন্য ২ লক্ষ একর জমি দেওয়া হয়েছে৷ কাজ দেওয়া হয়েছে MGNREGA প্রকল্পে৷ এই প্রকল্পে ৫ লক্ষ পরিবারকে কাজ দেওয়ার লক্ষে এগোচ্ছে সরকার৷ নীলাম্বর পীতাম্বর জল সমৃদ্ধি যোজনায় প্রচুর লোক কাজ করছে৷ 

MGNREGA প্রকল্পে কর্মসংস্থান বাড়ানোর উপর জোড় দিচ্ছে ছত্তিশগড়ও৷ বিশেষ করে গ্রামাঞ্চলগুলিতে এই প্রকল্প চালু করতে চাইছে রাজ্য সরকার৷ মনে করা হচ্ছে ১.৫ থেকে ১.৭ লক্ষ লোক রাজ্যে ফিরবে৷ এই সংখ্যার নিরিখেই কর্ম সংস্থানের বন্দোবস্ত করছে ছত্তিশগড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *