বিক্রি হয়ে গেল রিলায়্যান্স JIO-র শেয়ার, অংশীদারিত্ব কিনল মার্কিন সংস্থা ভিস্তা

বিক্রি হয়ে গেল রিলায়্যান্স JIO-র শেয়ার, অংশীদারিত্ব কিনল মার্কিন সংস্থা ভিস্তা

নয়াদিল্লি:  মুকেশ আম্বানির সংস্থায় বিদেশি বিনিয়োগ অব্যাহত৷ এ বার জিয়ো প্ল্যাটফর্মে বিনিয়োগ করল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাইভেট ইকুইটি সংস্থা ভিস্তা ইকুইটি পার্টনার্স। জিয়ো প্ল্যাটফর্মে ১১ হাজার ৩৬৭ কোটি টাকা ঢালতে চলেছে তারা। এই অর্থের বিনিময়ে রিলায়েন্স জিয়ো’র ২.৩২ শতাংশ শেয়ার কিনে নিল এই সংস্থা৷ 

গত তিন সপ্তাহেরও কম সময়ে পরপর তিনবার শেয়ার বিক্রি করে মোট ৬০ হাজার ৫৯৬ কোটি টাকা ঘরে তুলেছে আম্বানির সংস্থা৷ এর ফলে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ-এর ঋণের বোঝা কিছুটা হালকা হবে বলেই মনে করা হচ্ছে। ১ কোটি ৬১ লক্ষ টাকা ঋণ রয়েছে রিলায়্যান্সের৷ এর আগে ফেসবুক এবং  সিলভার লেক-এর কাছে শেয়ার বিক্রি করেছে রিলায়্যান্স জিয়ো৷ গত এপ্রিলে মার্ক জুকারবার্গের সংস্থার সঙ্গে ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকার চুক্তি হয় জিয়ো’র৷  ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয় ফেসবুক। ফেসবুকের সঙ্গে জিয়োর চুক্তির পরই আম্বানির সংস্থায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়  আরও এক মার্কিন সংস্থা সিলভার লেক। জিও-তে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৭৪৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এই সংস্থা৷  

ভিস্তার সঙ্গে চুক্তির পর শুক্রবার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে,  জিয়ো প্ল্যাটর্মের অন্তর্গত রিলায়্যান্স জিয়ো ইনফোকমের ৪ লক্ষ ৯১ হাজার কোটি টাকার শেয়ার কিনে নিচ্ছে ভিস্তা। এর ফলে জিয়ো প্ল্যাটফর্মের ২.৩২ শতাংশ শেয়ার ভিস্তার হাতে চলে যাবে।

এদিকে, ঋণের বোঝাও কমাতে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি তেল শোধন সংস্থা আরামকোকে নিজের ২০ শতাংশ বেচে দেওয়ার ভাবনাচিন্তা করছে রিলায়েন্স পেট্রো। গুগলের সঙ্গেও একটি পৃথক বিলগ্নিকরণের প্রস্তাব আলোচনার পর্যায়ে রয়েছে।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 15 =