‘করোনাকে সঙ্গে নিয়েই আমাদের বাঁচতে হবে’, ভবিষ্যতের ইঙ্গিত কেন্দ্রের

‘করোনাকে সঙ্গে নিয়েই আমাদের বাঁচতে হবে’, ভবিষ্যতের ইঙ্গিত কেন্দ্রের

d25d5efd5dc92e2eef97aa707f8a277b

নয়াদিল্লি:  কোনও ভাবেই যেন বাগে আসছে না করোনা৷ দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ প্রতি মুহূর্তে আশঙ্কায় দিন কাটাচ্ছে দেশের মানুষ৷ এমন সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বললেন, ‘‘করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে আমাদের৷ এটি একটি কঠিন লড়াই৷ এই কঠিন সংগ্রামে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন৷’’ 

শুক্রবার লব আগরওয়াল জানান, ‘‘দু’দিন আগে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার বা ডবলিং রেট ছিল ১২ দিন৷ কিন্তু এক দিন আগে আচমকা অনেকটাই বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা৷’’ তিনি আরও বলেন, ‘‘এখন যখন আমরা লকডাউন শিথিল করার কথা বলছি, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কথা বলছি, তখন এটাও মনে রাখতে হবে আমাদের সামনে রয়েছে এক কঠিন চ্যালেঞ্জ৷ করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে আমাদের৷’’ তিনি বলেন,  'আমরা যদি প্রয়োজনীয় পদক্ষেপ অনুসরণ করে চলি তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে৷ সাধারণ মানুষকে বুঝতে হবে বাঁচার উপায় তাঁদের নিজেদের হাতেই রয়েছে।

কোনও কোনও রাজ্যে কি সাম্প্রদায়িক সংক্রমণ দেখা দিয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু রাজ্যে সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ পরিস্থিতি সামল দিতে কেন্দ্র-রাজ্য এক যোগে কাজ করতে হবে৷ তিনি আরও জানান, ”মডেলিং ডেটা অনুযায়ী, যেভাবে আমাদের দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে জুন ও জুলাই মাসে এই সংখ্যা সর্বোচ্চ হতে পারে।’’ তবে এই সংখ্যা অনেক কিছুর উপর নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *