শুরু হচ্ছে রেল পরিষেবা, কীভাবে বুকিং করবেন টিকিট? মহার্ঘ ভাড়া

শুরু হচ্ছে রেল পরিষেবা, কীভাবে বুকিং করবেন টিকিট? মহার্ঘ ভাড়া

1f2ca782cd37b41306a2778ffbb03423

নয়াদিল্লি: করোনা প্রাদুর্ভাবের জেরে লকডাউনের ফলে বিগত ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল যাত্রীবাহী রেল পরিষেবা। ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে তার আগে ১২মে থেকেই পর্যায়ক্রমে যাত্রীবাহী রেল পরিষেবা চালু করার পরিকল্পনা শুরু করে দিল রেল। রবিবার টুইট করে এই পরিকল্পনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল৷ কিন্তু, কীভাবে বুকিং করবেন টিকিট?

রেল সূত্রে খবর, প্রথম পর্বে আগামীকাল হাওড়া থেকে দিল্লি ছাড়ছে ট্রেন৷ নিউদিল্লি থেকে হাওড়ার মধ্যে রোজ ট্রেন চলাচল করবে৷ প্রথম ট্রেন মঙ্গলবার হওড়া থেকে দিল্লি ছেড়ে যাবে৷ সেই ট্রেন ফিরবে বুধবার৷ ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১৫ টি ট্রেন (আপ-ডাউন সহ ৩০ টি ট্রেন) নির্বাচিত রুটে চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি নয়াদিল্লি রেলস্টেশন থেকে চলবে এবং ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দেবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মধ্য মুম্বই, আহমেদাবাদ এবং জম্মু-তওয়াই যাবে।

তবে, রেল পরিষেবা চালু হলেও কীভাবে বুক করা যাবে ট্রেনের টিকিট? আসন সংরক্ষণের জন্য বুকিং শুরু হবে আজ বিকেল ৪টে থেকে৷  বুকিং করা যাবে শুধুমাত্র আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে৷ https://www.irctc.co.in/। এছাড়াও আইআরসিটিসি অনুমোদিত এজেন্টদের থেকেও কাটা যাবে ট্রেনের টিকিট৷ অথবা আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করে ওটিপি-সহ নির্দিষ্ট তথ্য দেওয়ার পর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে৷ ওই টিকিট দেখালে মিলবে ছাড়পত্র৷  

রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি উল্লেখ করে পিআইবির তরফে জানানো হয়েছে, মাস্ক ছাড়া কাউকে ট্রেনে উঠতে দেওয়া হবে না৷ স্টেশনে প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং হবে৷ কোন রকম উপসর্গ থাকলে ট্রেন যাত্রা বাতিল করা হবে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সাধারণ কামরা বাদে ট্রেনগুলোতে কেবলমাত্র এসি কোচ থাকবে৷ যাত্রাপথে নির্দিষ্ট কয়েকটি স্টেশনে দাঁড়াবে ট্রেন৷ ট্রেনগুলির ভাড়া রাজধানী এক্সপ্রেসের সমান হবে৷