করোনা চিকিৎসায় শিথিল হচ্ছে বিধি! হোম আইসোলেশনে বিধি-বদল কেন্দ্রের

করোনা চিকিৎসায় শিথিল হচ্ছে বিধি! হোম আইসোলেশনে বিধি-বদল কেন্দ্রের

নয়াদিল্লি: করোনা চিকিৎসা ব্যবস্থায় বিধি-নিষেধ শিথিল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যুগ্মসচিব লব আগরওয়াল করোনা চিকিৎসার বিষয়ে নিয়ম শিথিলের বিষয়ে গুচ্ছ নির্দেশের কথা জানিয়েছেন৷

ইতিমধ্যেই হোম আইসোলেশনে থাকা নিয়ে গুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ জানানো হয়েছে, হোম আইসোলেশ থেকে বেরিয়ে আসার পর নমুনা পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই৷ সোমবার নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পারামর্শ দিয়েছে, মৃদু উপসর্গ থাকার কারোনা রোগীরা হোম আইসোলেশন রয়েছেন, তাদের আর কোনও জটিলতা না বাড়লে শেষ ১০ দিনের জ্বর না এলে ১৭ দিন পর আইসোলেশন থেকে বেরিয়ে আসতে পারবেন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীরা৷ তারপর আর কোনও নমুনা পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই বলে জানানো হয়েছে৷

তবে, কীভাবে হোম আইসোলেশনে থাকতে হবে, কীভাবে তাঁদের পরিচর্যা করতে হবে সে বিষয়েও স্বাস্থ্যমন্ত্রক বিস্তারিত ভাবে জানানো হয়েছে৷ হোম আইসোলেশন থাকাকালীন সমস্ত বিধি-নিষেধ মেনে চলার জন্য লিখিত মুচলেকা দিতে হবে যাতে হবে বলেও জানানো হয়েছে৷ হোম আইসোলেশনে থাকাকালীন রোগীর স্বাস্থ্যের ওপর নজর রাখতে হবে৷ সম্পূর্ণ নিয়ম বিধি মেনে চলতে হবে৷ শারীরিক অবস্থার কোনও অবনতি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে৷ তাদের উপযুক্ত ত্রিস্তরীয় মাস্ক পরতে হবে৷ রোগীকে একটি ঘরের মধ্যেই থাকতে হবে৷ বাড়ির অন্যদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে৷ প্রচুর পরিমাণ জল খেতে হবে৷ ঘন ঘন হাত ধুতে হবে৷ সাবান দিয়ে অন্তত ৪০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে৷ রোগীর পোশাক বা ব্যবহৃত সামগ্রী অন্য কেউ যাতে ব্যবহার না করে তাও নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়৷

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যুগ্মসচিব লব আগরওয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, যদি কারোর সংক্রান্ত কোন উপসর্গ লক্ষ্য করেন, তাহলে তা কখনও লুকাবেন না৷ প্রকাশ্যে এসে বলুন, ‘‘আপনি করোনা আক্রান্ত হয়েছেন বা আপনার কোনও উপসর্গ রয়েছে কি না৷ না হলে আপনি অসুস্থ হবেন এবং অন্যদের অসুস্থ করতে পারেন আপনি৷ ফলে আপনাকে সচেতন থাকতে হবে৷’’ এছাড়াও এদিন স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা উল্লেখ করে করোনা চিকিৎসার নিয়ম শিথিল করার বিষয়েও ঘোষণা করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *