আরও বাড়বে লকডাউন? আজ রাতে জবাব দেবেন প্রধানমন্ত্রী

আরও বাড়বে লকডাউন? আজ রাতে জবাব দেবেন প্রধানমন্ত্রী

372a3437b724aacc3c99b3daed0d484a

 

নয়াদিল্লি: আগামী রবিবার উঠবে লকডাউন? নাকি চতুর্থ দফায় বেড়ে যাবে লকডাউনের মেয়াদ? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ সরাসরি দেখতে নজর রাখুন আজ বিকেল ডট কমের ফেসবুক পেজে৷ প্রতিবেদন শেষে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হল৷

লকডাউনের ৪৯ দিনে মাথায় আজ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার প্রায় ঘণ্টার ৩ ধরে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন৷ অনেকে আবার তার বিরোধিতাও করেছেন৷ লকডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আর্থিক প্যাকেজের দাবি করা হয়েছিল বিভিন্ন মুখ্যমন্ত্রীদের তরফে৷

করোনা মহামারী পর্বে রাজনীতি ভুলে ‘টিম ইন্ডিয়া’ হল হয়ে লড়াই করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন, রাজনীতি বা পক্ষপাতিত্ব ভুলে একসঙ্গে সবাই মিলে লড়াই করতে হবে৷ তাহলে মিলবে করোনার বিরুদ্ধে জয়৷

গতকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে মতামত নেওয়ার পর আজ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী রবিবার শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ৷ ফলে আজ রাতে  মোটামুটি স্থির হয়ে যাবে লকডাউনের ভবিষ্যৎ৷ লকডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কী পদক্ষেপ নেবে? ভেঙে পড়া আর্থনীতিকে চাঙ্গা করতে কী ব্যবস্থা নেবে কেন্দ্র? ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য কোনও ছাড় দেওয়া হবে কি না? কাজ হারানো শ্রমিকদের জন্য কোনও বিকল্প কর্নংস্থানের ব্যবস্থা করা হবে কি না? কর্মী ছাঁটাই রুখতে বেসরকারি সংস্থাগুলিকে কোনও আর্থিক প্যাকেজ দেওয়া হবে কি না? করোনার জেরে স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়বে কি না? সে বিষয়ে আজ রাতে প্রধানমন্ত্রী কোনও বার্তা দেন কি না, সেদিকে তাকিয়ে গোটা দেশ৷ আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কী বার্তা দেন প্রধানমন্ত্রী? তা জানতে সরাসরি (LIVE) নজর রাখুন আজ বিকেল ডট কমের ফেসবুক পেজের https://www.facebook.com/Aajbikal/ এই লিঙ্কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *