১৫০ কিমি পায়ে হেঁটে রাস্তায় প্রসব মহিলা শ্রমিকের, লজ্জায় মুখ ঢাকল দেশ!

দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বয়ান অনুসারে, নিয়ম শিথিলের সম্ভাবনা থাকলেও চতুর্থ দফার লকডাউন জারি হবে ১৮ মে থেকেই। এদিকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে জোর জল্পনা চলছে দেশ জুড়ে। এই পরিস্থিতিতে সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, মহারাষ্ট্রের নাসিক থেকে ঘরে ফেরার পথেই সন্তানের জন্ম দেন এক মহিলা শ্রমিক। এমনকী, নামমাত্র বিশ্রামের পর আরও ১৫০ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফেরেন তিনি।

মুম্বই: দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বয়ান অনুসারে, নিয়ম শিথিলের সম্ভাবনা থাকলেও চতুর্থ দফার লকডাউন জারি হবে ১৮ মে থেকেই। এদিকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে জোর জল্পনা চলছে দেশ জুড়ে। এই পরিস্থিতিতে সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, মহারাষ্ট্রের নাসিক থেকে ঘরে ফেরার পথেই সন্তানের জন্ম দেন এক মহিলা শ্রমিক। এমনকী, নামমাত্র বিশ্রামের পর আরও ১৫০ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফেরেন তিনি।

প্রথম দফার লকডাউন আচমকাই ঘোষণা হওয়ার ফলে দেশের বিভিন্ন প্রান্ত আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। তবে গত বেশ কয়েকদিন ধরেই তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার তোড়জোড় চলছে। চালু হয়েছে শ্রমিক ট্রেনও। এরই মধ্যে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি ধরা পড়ল মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ফেরার পথে। মহারাষ্ট্রের নাসিক থেকে নিজের গ্রাম মধ্যপ্রদেশের সাতনায় ফিরছিলেন এক মহিলা শ্রমিক। সূত্রের খবর, পায়ে হেঁটেই স্বামীর সঙ্গে ফিরছিলেন তিনি। ফেরার সময় রাস্তাতেই সন্তান জন্ম দেন ওই মহিলা। তারপর মাত্র দু'ঘণ্টা বিশ্রাম। ফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে ওই মহিলাকে।