নয়াদিল্লি: শনিবার এয়ার ইন্ডিয়ার পাইলটদের যে করোনা টেস্টের রেজাল্ট এসেছিল তা ভুল। এয়ার ইন্ডিয়ার পাইলটদের কারও করোনা হয়নি বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে, সকলের রেজাল্ট নেগেটিভ এসেছে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ওই বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে, যে টেস্ট কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে, তার কোথাও গলদ ছিল। সেই কারণে রিপোর্টে দেখা গিয়েছে, পাঁচ পাইলটের করোনা হয়েছে। কিন্তু পুনরায় পরীক্ষা করে দেথা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার পাইলটরা কোনওভাবে করোনা আক্রান্ত হননি। তবে তাঁদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
মুম্বই ওল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এয়ার ইন্ডিয়া মেডিকন ভবনে পাঁচজন পাইলটের সোয়াব টেস্ট হয়। নমুনা পাঠানো হয় বৃহন্মুবই মিউনিসিপাল কর্পোরেশন অনুমোদিত ল্যাবে। শনিবার একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয়েছে, এয়ার ইন্ডিয়ায় ৭৭ জন পাইলটের করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আক্রান্ত ৫ পাইলটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পরিচালনার দায়িত্বে ছিলেন। এপ্রিলের ২০ তারিখ তাঁরা শেষবার প্লেন চালিয়েছিলেন। ইতালি ও ইরান সহ একাধিক দেশে কোভিড-১৯ এ আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের কাজ করছে এয়ার ইন্ডিয়া। করোনা না হলেও তাঁদের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।