ফের বন্ধ রেল পরিষেবা, ফেরানো হবে টিকিটের ভাড়া, ঘোষণা মন্ত্রকের

ফের বন্ধ রেল পরিষেবা, ফেরানো হবে টিকিটের ভাড়া, ঘোষণা মন্ত্রকের

নয়াদিল্লি: তৃতীয় দফার লকডাউন পর্বে রেল পরিষেবা শুরু হতে না হতেই ফের পরিষেবা বন্ধ করার ঘোষণা করল রেল মন্ত্রক৷ শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া আর কোনও ধরনের যাত্রী পরিষেবা চালানো হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ ভারতীয় রেলের তরফে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সমস্ত টিকিট ফিরিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে৷

রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত ধরনের যাত্রীবাহী ট্রেন বাতিল করা হচ্ছে৷ আগাম বুকিংয়ের রেল টিকিটের মূল্য যাত্রীদের ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ শুধু শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত যাত্রী পরিষেবা দেওয়া হবে না বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে রেলমন্ত্রক৷ বাতিল টিকিটের টাকা ছ’মাসের মাধ্যে পাওয়া যাবে৷ লকডাউন উঠে গেলে তা পাওয়া যাবে৷ তবে, যাঁরা অনলাইনে আগাম টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকাউন্টে পাঠানো হবে৷

এর আগে ভিন রাজ্যে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ঘরে ফেরাতে ১৫ জোড়া ট্রেন চালানোর ঘোষণা করেছিল রেলমন্ত্রক৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেল পরিষেবা৷ হাওড়া থেকে ছেড়ে দিল্লিতে পৌঁছে গিয়েছে স্পেশাল ট্রেন৷ আজ দিল্লি থেকে হাওড়ায় ফেরার কথা রয়েছে আরও একটি স্পেশাল ট্রেনের৷ শর্তসাপেক্ষে রেল পরিষেবা শুরু করলেও এবার চতুর্থ দফার লকডাউন ঘোষণার আগে আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে রেলমন্ত্রক৷ তবে, শ্রমিক স্পেশাল ট্রেন চলবে৷ রেলের এই ঘোষণার ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ তাহলে কি ৩০ জুন পর্যন্ত চতুর্থ দফার লকডাউনের মেয়াদ বাড়ছে? উঠছে নানান প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *