এক দেশ, এক রেশন! ঠিক কী কী পেলেন পরিযায়ী শ্রমিকরা? ঘোষণা অর্থমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি আর্থিক প্যাকেজের দ্বিতীয় দফায় কৃষক, হকার, স্বনির্ভর গোষ্ঠী ছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধু বর্তমান করোনা পরিস্থিতিই নয়, বরং ভবিষ্যতে এরকম সঙ্কট দেখা দিলে তা মোকাবিলার জন্যও প্রস্তুত নমো সরকার। সেই অনুসারে ঘোষণাও করলেন অর্থমন্ত্রী।

87c71eaefd14bbbec52c0497554a2bcc

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি আর্থিক প্যাকেজের দ্বিতীয় দফায় কৃষক, হকার, স্বনির্ভর গোষ্ঠী ছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধু বর্তমান করোনা পরিস্থিতিই নয়, বরং ভবিষ্যতে এরকম সঙ্কট দেখা দিলে তা মোকাবিলার জন্যও প্রস্তুত নমো সরকার। সেই অনুসারে ঘোষণাও করলেন অর্থমন্ত্রী।

পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা সত্ত্বেও সরকার কোনও সদর্থক ভূমিকা পালন করছে না, এমন অভিযোগ বারবার শোনা গেছে বিরোধীদের কথায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণার দ্বিতীয় দিনে পরিযায়ী শ্রমিকদের জন্য পদক্ষেপের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।