ভারতীয় আকাশসীমা এবার অবারিত দ্বার! নিলামে উঠছে দেশের বিমানবন্দর

ভারতীয় আকাশসীমা এবার অবারিত দ্বার! নিলামে উঠছে দেশের বিমানবন্দর

নয়াদিল্লি:  সংকট কাটিয়ে দেশকে স্বনির্ভর করতে ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার সাংবাদিক বৈঠকে চতুর্থ দফায় সেই প্যাকেজের বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এদিনের বৈঠকে তিনি জানালেন, ভারতীয় আকাশ সীমাকে যত বেশি সম্ভব ব্যবহারে ছাড়পত্র দেওয়া হবে৷

লকডাউনে ধুঁকতে শুরু করেছে বিমান সংস্থাগুলি৷ এই অবস্থায় তাঁদের খরচ কামানোর উদ্যোগ নিল কেন্দ্র৷ এদিন সীতারমন বলেন, এতদিন পর্যন্ত দেশের আকাশসীমার ৬০ শতাংশ দিয়ে অসামরিক বিমান পরিবহণের অনুমতি দেওয়া হতো৷ দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত নিয়মাবলীর জন্যই এই বিধি নিষেধ আরোপিত হয়েছিল৷ কিন্তু এর ফলে অধিকাংশ বিমানকেই ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হতো৷ এতে যেমন অধিক জ্বালানি খরচ হতো, তেমনই সময়ও লাগত বেশি৷ এতে বিমান সংস্থাগুলির খরচও বাড়ত৷

কিন্তু এবার সেই বাধা সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী৷ তবে দেশের নিরাপত্তার সঙ্গে কোনও রকম সমঝোতা করা হবে না৷ দেশের নিরাপত্তা বজায় রেখেই দেশের আকাশসীমা আরও বেশি করে অসামরিক বিমান পরিবহণের জন্য খুলে দেওয়া  হবে৷ এই সিদ্ধান্তে বিমানসংস্থাগুলির জ্বালানি বাবদ খরচ অনেকটাই বাঁচবে বলে মনে করছে কেন্দ্র৷ আশা করা হচ্ছে এর ফলে বছরে ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। মিলিটারি অ্যাফেয়ার্স দফতরের সঙ্গে কথা বলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

অন্যদিকে, দেশের ৬টি বিমানবন্দর নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ বলা হয়েছে, পিপিপি মডেলে বিমানবন্দরগুলি পরিচালনা ও আধুনিকিকরণ করা হবে৷ এর ফলে কেন্দ্রীয় কোষাগারে কয়েক হাজার কোটি টাকা আসবে বলেই আশা অর্থমন্ত্রকের৷ পাশাপাশি বেসরকারি অংশীদারিত্ব বাড়লে এই বিমানবন্দরগুলিতে বিশ্বমানের পরিষেবা দেওয়া সম্ভব হবে৷  এমন ১২টি বিমানবন্দরে অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই ১২ টি বিমানবন্দরে অন্তত ১৩ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে। 

পাশাপাশি বলা হয়েছে, বিমান মেরামতের জন্য দেশের অভ্যন্তরেই যথাযথ পরিকাঠামো গড়ে তোলা হবে৷ এর ফলে ইঞ্জিন মেরামতির মতো কাজের জন্য বিমানগুলিকে বিদেশে নিয়ে যেতে হবে না৷ যার ফলে তাদের খরচ অনেকটাই বাঁচবে৷ এই প্রকল্পের জন্য যত বেশি সম্ভব বিদেশি বিনিয়োগ টানার উপর জোর দিয়েছে সরকার৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =