কীভাবে বাড়বে কর্মসংস্থান? বেসরকারি বিনিয়োগ ভরসা কেন্দ্রের, ব্যাখ্যা অর্থমন্ত্রীর

কীভাবে বাড়বে কর্মসংস্থান? বেসরকারি বিনিয়োগ ভরসা কেন্দ্রের, ব্যাখ্যা অর্থমন্ত্রীর

00b9625c181519485d1a8d3f91f65bb1

নয়াদিল্লি:  ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে এদিন খনিজ ক্ষেত্রে একাধিক সংস্কারের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রচুর পরিমাণে কয়লা আছে৷ সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম কয়লা ভান্ডার রয়েছে ভারতে৷ কিন্তু তার পরেও ভারতকে কয়লা আমদানি করতে হয়। সেই কারণেই কয়লা উত্তোলনে সরকারের একচেটিয়া আধিপত্য প্রত্যাহার করে বেসরকারি সংস্থাগুলিকে আরও বেশি করে কয়লা উত্তোলনে ছাড় দেওয়া হবে৷ কয়লা থেকে গ্যাস তৈরির ক্ষেত্রে ইনসেন্টিভ দেওয়া হবে। বেসরকারি সংস্থাগুলি এগিয়ে আসলে তৈরি হবে কর্ম সংস্থানও৷ 

নির্মলা জানান, প্রথমে ৫০টি কয়লা ব্লক নিলাম করা হবে। কয়লা উত্তোলনের পর তা মজুত করার জন্য পরিকাঠামো নির্মাণে ৫০ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্র৷ নতুন ৫০০টি খনিতে বেসরকারি সংস্থাগুলিকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলনে ছাড় দেওয়া হবে৷ সে ক্ষেত্রে রেভিনিউ বা প্রফিট শেয়ারিং মডেলে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে কাজ করবে সরকার। 

তিনি আরও জানান, মাইনিং লিজের হস্তান্তরেও অনুমতি দেওয়া হয়েছে। এর ব্যাখ্যা দিয়ে নির্মলা বলেন, কোথাও কোথাও খনন কাজ অসমাপ্ত রয়েছে। যে সংস্থা প্রথমে খননের জন্য লাইসেন্স নিয়েছিল, তারা হয়তো উৎসাহ হারিয়েছে। সেই কারণে লাইসেন্স হস্তান্তরে অনুমতি দেওয়া হচ্ছে। কাজ পুনরায় চালু হলে কাজ ফিরে পাবেন খনির কাজের সঙ্গে যুক্ত অসংখ্য শ্রমিক৷ খনির বেসরকারিকরণের সঙ্গে কর্মসংস্থাও বাড়বে বলে আশা করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *