রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, ছাড়াল ১ লক্ষ ২৫ হাজারের গণ্ডি

রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, ছাড়াল ১ লক্ষ ২৫ হাজারের গণ্ডি

নয়াদিল্লি:  সুপার সাইক্লোন আমপানের তাণ্ডবে দিশেহারা বাংলার বিস্তীর্ণ অঞ্চল৷ এরই মাঝে আরও বেশি করে জাঁকিয়ে বসছে করোনা৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৬,৬৫৪ জন। যা নিয়ে ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৫,১০১৷ অন্যদিকে, সুস্থ হয়ে উঠেছেন ৫১,৭৮৩ জন৷ সুস্থ হয়ে ওঠার হার ৪১.৩৯ শতাংশ৷

শুক্রবার ২৪ ঘণ্টায় বৃদ্ধির সংখ্যাটা ছিল ৬,০৮৮। কিন্তু শনিবার সেই রেকর্ডও ছাপিয়ে যায়৷ দেশে মোট আক্রান্তের প্রায় ৬৮ শতাংশই মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লি, এই চার রাজ্যের৷ অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের৷ এই নিয়ে দেশে মোট করোনার বলি ৩,৭২০৷

আক্রান্তের দিক থেকে প্রথম থেকেই এগিয়ে রয়েছে মহারাষ্ট্র৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৩০০০ জন আক্রান্ত হয়েছেন সে রাজ্যে৷ মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৪৪, ৫৮২। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে মুম্বইয়ে৷

আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ু৷ এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৭৫৩ জন৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন৷ এর পরেই রয়েছে গুজরাত৷ সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩,২৬৮ জন৷ 

অন্যদিকে, রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১২,৩১৯৷ মৃত্যু হয়েছে ২০৮ জনের৷ সুস্থ্য হয়ে উঠেছেন ৫,৮৯৭ জন৷ এর পর যথাক্রমে রয়েছে রাজস্থান (৬,৪৯৪), মধ্যপ্রদেশ (৬,১৭০), উত্তরপ্রদেশ (৫,৭৩৫), পশ্চিমবঙ্গ (৩,৩৩২), অন্ধ্রপ্রদেশ (২,৭০৯), বিহার (২,১৭৭), পঞ্জাব (২,০২৯), তেলঙ্গানা (১,৭৬১), কর্নাটক (১,৭৪৩), জম্মু-কাশ্মীর (১,৪৮৯), ওড়িশা (১,১৮৯), হরিয়ানা (১,০৬৭)৷  কেন্দ্র শাসিত অঞ্চল এবং অন্যান্য কিছু রাজ্যেও ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ যেমন কেরল (৭৩২), ঝাড়খণ্ড (৩০৮), চণ্ডীগড় (২১৮), অসম (২৫৯), ত্রিপুরা (১৭৫), ছত্তিশগড় (১৭২) এবং উত্তরাখণ্ড (১৫৩)৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =