কীভাবে চলবে লোকাল ট্রেন? লকডাউন কি পুরোপুরি উঠবে? জল্পনা চরমে

কীভাবে চলবে লোকাল ট্রেন? লকডাউন কি পুরোপুরি উঠবে? জল্পনা চরমে

নয়াদিল্লি: করোমা ঠেকাতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লকডাউনের ৬১ দিন পার হতে চললেও এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ৷ উল্টে দিনে দিনে সংক্রমণের রেকর্ড তৈরি হচ্ছে৷ পরিস্থিতি যা, তাতে চতুর্থ দফার পর লকডাউন কি আদৌ সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করে নেওয়া হবে? ফের বাড়ছে জল্পনা৷

করোনাকে সঙ্গে নিয়ে বাসবাস করতে হবে, কার্যত দু’হাত তুলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ একদিকে করোনায় দীর্ঘ লকডাউন, অন্যদিকে বেহাল অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা৷ চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু বিষয়ে নিময় শিথিল হলেও পরবর্তীক্ষেত্রে লকডাউন পুরোপুরি ওঠা এরকম সম্ভাবনা কম৷ তবে বাড়তি আরও কিছু ছাড়৷ সংক্রামিত এলাকায় লকডাউন বিধি কার্যকর থাকতে পারে৷ অন্য এলাকাগুলিতে বাড়তে পারে ছাড়৷

জানা গিয়েছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফেরে আন্তর্জাতিক উড়ান চালু হতে পারে৷ বিদেশ থেকে যাত্রীদের ফেরানোর পাশাপাশি আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা যে আর কোনও ভাবেই স্থগিত থাকবে না, তা নিজেই জানিয়েছেন অসামরিক পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী৷ সরকারি সূত্রে খবর, অধিকাংশ রাজ্য চাইছে না সম্পূর্ণ লকডাউন পুরোপুরি ভাবে প্রত্যাহার করে নেওয়া হোক৷ তবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু ছাড় ঘোষণা করার পক্ষে সওয়াল চলছেই৷ আলোচনাও হচ্ছে বিস্তর৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, লকডাউনে ছাড়ের ক্ষেতিরে এখনও পর্যন্ত তিনটি বিষয় নিয়ে উদ্বেগ রয়েছ৷ কলকাতা থেকে শুরু করে মুম্বই, চেন্নাইয়ের মতো শহরে লোকাল ট্রেন ও অন্যত্র অসংরক্ষিত প্যাসেঞ্জার ট্রেন থেকে মেট্রো পরিষেবা কীভাবে স্বাভাবিক করা যায়, তা নিয়েও গভীর চিন্তায় রেল ও  স্বরাষ্ট্রমন্ত্রক৷ নতুন করে পরিষেবা চালুর বিষয়ে উদ্বিগ্ন ও দ্বিধায় রয়েছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *