নয়াদিল্লি: ভারতে ব্যাপক পরিমাণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯৭৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। ভারতে করোনা সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রায় সাত হাজার করোনা সংক্রমণের পর, ভারত বিশ্বে একধাপ এগিয়ে এল। আগে সংক্রমণের দিক থেকে ভারত একাদশ স্থানে ছিল। ইরান ছিল দশম স্থানে। সেই ইরানকে পেছনে ফেলে করোনা সংক্রমণের দিক থেকে প্রথম দশে ঢুকে পড়ল ভারত।
ভারতে করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। দেশে মহারাষ্ট্রে করোনা সংক্রমণের হার সব থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে মোট করোনায় আক্রান্তের ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে শুধু মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ত্রিশ হাজারের বেশি বলে জানা গিয়েছে। তামিনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে ৭৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু চেন্নাইয়ে ৫৮৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। ভারতে মহারাষ্ট্রের পর তামিলনাড়ু সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর গুজরাত। চতুর্থ অবস্থানে রয়েছে দিল্লি।