শ্রমিক ফেরাতে রাজ্যকে দিতে হবে টাকা, জল-খাবার দেবে রেল: সুপ্রিম কোর্ট

শ্রমিক ফেরাতে রাজ্যকে দিতে হবে টাকা, জল-খাবার দেবে রেল: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: অবশেষে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা মামলায় অন্তর্বর্তী রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট৷ আজ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে জানানো  হয়েছে, পরিযায়ী শ্রমিকদের থেকে কোনরকম ভাবেই বাস ও ট্রেন ভাড়া বাবদ টাকা নেওয়া যাবে না৷ পরিযায়ী শ্রমিকদের ফেরানোর দায়িত্ব রাজ্যকে নিতে হবে৷

আজ সুপ্রিম কোর্টে পরিযায়ী মামলার অন্তর্বর্তী রায় ঘোষণা করা হয়৷ জানানো হয়, শ্রমিকদের থেকে ট্রেন বা বাসের জন্য কোনও ভাড়া নেওয়া যাবে না৷ ট্রেনের ভাড়া দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে৷ শ্রমিকদের খাবার ও জলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে রেলকে৷ আটকে পড়া শ্রমিকদের থাকার ও খাবারের জন্য সুনির্দিষ্ট বন্দোবস্ত রাজ্য সরকারকে করতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ ফিরে আসা শ্রমিকরা কোথায় গেলে সহযোগিতা পাবেন, তা সুস্পষ্টভাবে শ্রমিকদের জানাতে হবে৷

একই সঙ্গে জানানো হয়েছে, শ্রমিকদের জন্য থাকার বন্দোবস্ত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি যাতে সুনির্দিষ্ট করা যায়, তা-ও নজর দিতে বলেছে দেশের শীর্ষ আদালত৷ শ্রমিকরা যাতে ঠিকঠাক গন্তব্যে পৌঁছাতে পারেন, রাজ্য সরকারকে ব্যবস্থা করতে হবে বলে শীর্ষ আদালতে তরফের ঘোষণা করা হয়েছে৷ যদিও কখনও দেখা যায় শ্রমিকরা রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন, তাহলে সরকারের দায়িত্ব থাকবে তাদের শেল্টার হোমে পাঠানোর ব্যবস্থা করা৷ যেখানে তাঁরা যেতে চাইবেন, সেখানকার জন্য পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত৷

যদিও এর আগে শ্রমিকদের ফেরানোর বিষয়ে রাজনীতি কম হয়নি৷ পরিযায়ী শ্রমিকদের থেকে টিকিটের ভাড়া দেওয়ার ঘটনায় পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়েছিলেন, কংগ্রেস সমস্ত শ্রমিকদের টিকিট ভাড়া দেবে৷ গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে গেছিল ভারতীয় রেল৷ পরে নিজেদের অবস্থান থেকে সরে এসে ৮৫% খরচ বহন করবে বলে ঘোষণা করা হয় রেলের তরফে৷ বাকি অর্থ বরাদ্দ করতে হবে রাজ্য সরকারকে৷ নির্দেশিকা জারি হওয়ার পরও রাজনৈতিক বিতর্ক কম হয়নি৷ এবার দেশের শীর্ষ আদালতের রায়ের পর কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাতে পারে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 7 =