ওঠো মা! দুধের শিশুকে দেখে কাঁদল দেশ, সাফাই গাইল কেন্দ্র!

ওঠো মা! দুধের শিশুকে দেখে কাঁদল দেশ, সাফাই গাইল কেন্দ্র!

নয়াদিল্লি: বিহারের মুজফ্ফরপুর স্টেশনে মা মারা গিয়েছে৷ মাকে জাগানোর চেষ্টা করে চলেছে ছোট্ট শিশু৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷ ভিডিও ভাইরাল হওয়ার পরে চোখ ভিজেছে বহু নেটিজেনদের৷ তবে ওই মহিলা ব্যতিক্রম নয়, শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রা করতে গিয়ে গত ৪৮ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে শুধু বুধবার সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে রায় দায় রেল মন্ত্রক নিতে অস্বীকার করেছে৷ রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই শ্রমিকরা আগে থেকেই অসুস্থ ছিলেন৷

রেলের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগ প্রবীণ মানুষ ছিলেন। কয়েকজন অসুস্থ ছিলেন৷ তাঁরা ভিন রাজ্যে চিকিত্সার জন্য গিয়েছিলেন৷ শ্রমিক স্পেশালে করে তাঁরা বাড়ি ফিরছিলেন৷ তাঁদের মধ্যে একাংশ মারা গিয়েছেন বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷

বিহারের মুজাফ্ফরপুরের রেল স্টেশনে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়৷ সেখানে দেখা গিয়েছে, ৩৫ বছরের এক মহিলা স্টেশনে পড়ে রয়েছেন৷ তাঁকে জাগানোর জন্য ছোট্ট শিশু ক্রমাগত চেষ্টা করে চলেছেন৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরেই নিন্দার ঝড় উঠতে শুরু করে৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই রেল মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করা হয়৷
জানানো হয়েছে, মুজাফ্ফরপুরে আর একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ চার বছরের শিশুর জন্য দুধের সন্ধানে যায় বাবা৷ তখন ওই শিশুটির মায়ের মৃত্যু হয়৷ বিহারের দানাপুরে ৭০ বছরের এক বৃদ্ধের মৃতদেহ পাওয়া যায় ট্রেনে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − six =