নয়াদিল্লি: মাস দুয়েক আগেই বিউটি কুইনের ক্রাউন ছেড়ে করোনা আক্রান্তদের সেবায় স্টেথোস্কোপ হাতে তুলে নিয়েছিলেন বঙ্গ তনয়া ভাষা মুখোপাধ্যায়৷ কঠিন সময়ে নিজের ডাক্তারি পেশায় ফিরে গিয়েছিলেন তিনি৷ এবার উম্পুন বিধ্বস্ত বাংলার মানুষের পাশে দাঁড়ালেন ‘মিস ইংলন্ড’৷ গড়ে তুললেন ত্রাণ তহবিল৷ অর্থ সংগ্রহের জন্য তিনি হাত মেলালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুরের সঙ্গে৷
প্রাক্তন আন্তর্জাতিক কূটনীতিক শশী থারুর বর্তমানে তিরুবনন্তপুরমের সাংসদ৷ রাষ্ট্র সংঘের প্রাক্তন আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি৷ ভাষার শিকড় কলকাতায় হলেও, তিনি এখন ইংলন্ডবাসী৷ ২০১৯ সালে মিস ইংলন্ডের খেতাব জেতেন এই বঙ্গতনয়া৷ তিনি পেশায় একজন চিকিৎসক৷ মার্চের গোড়ার দিকেই কভেন্ট্রি মার্সিয়া লায়েন্স ক্লাবের আমন্ত্রণে চার সপ্তাহের জন্য ভারতে এসেছিলেন ভাষা৷ বেশকিছু স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রচার চালান তিনি৷ কিন্তু ভারতে থাকাকালীনই তাঁর প্রাক্তন সহকর্মীদের কাছ থেকে ভাষা জানতে পারেন ব্রিটেনে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে৷ এরপরই ইংলন্ডে ফিরে গিয়ে বোস্টনের পিলগ্রিম হাসপাতালে কাজে যোগ দেন এই বঙ্গতনয়া৷
বাংলা থেকে দূরে থাকলেও এখানকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভাষা৷ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন উম্পুন বিধ্বস্ত বাংলার মানুষের জন্য ত্রাণের বন্দোবস্ত করতে৷ এই উদ্দেশে তিনি হাত মিলিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুরের সঙ্গে৷ একটি ইনস্টাগ্রাম পোস্টে ভাষা বলেন, ‘‘ দু’জন ব্যক্তি৷ দু’জনেই ডক্টর৷ একজন মেডিক্যাল কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছেন৷ অন্যজন পিএইচডি-তে সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছেন৷ দু’জনের সঙ্গেই ভারতের যোগ রয়েছে৷ একজন ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বেড়ে উঠেছেন ভারতে৷ আর অন্যজনের জন্ম ভারতে হলেও, বড় হয়েছেন ব্রিটেনে৷ এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল, আমরা দু’জনেই জুম টিভি’র একটি চ্যারিটি শো-তে অংশ নিতে চলেছি৷ এর প্রধান উদ্দেশ্য হল উম্পুন বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়ানো৷’’
উম্পুনে ব্যাপকভাব ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল৷ নষ্ট হয়ে গিয়েছে ফসল৷ আশ্রয়হীন বহু মানুষ৷ ভাষা বলেন, ‘‘আগামী ৩১ মে জুম টিভিতে ভার্চুয়াল আলোচনায় আমার সঙ্গে যোগ দিন৷ এই আলোচনাচক্রে থাকবেন ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর, বিবিসি রিপোর্টার অন্ড্রু ক্যাথারউড এবং রেজা বেয়াড৷ সমর্থন করুন @Hope_UK #CycloneAmphan –কে ৷ কলকাতার মানুষের পাশে দাঁড়ান৷’’