বিশ্বের বৃহত্তম লকডাউন ঘোষণা ভারতে! ১ মাস বাড়ল মেয়াদ

বিশ্বের বৃহত্তম লকডাউন ঘোষণা ভারতে! ১ মাস বাড়ল মেয়াদ

নয়াদিল্লি:  ইঙ্গিত আগেই ছিল৷ এবার পঞ্চম দফায় এক লাফে আরও এক মাস বেড়ে গেল লকডাউনের মেয়াদ৷ আজ লকডাউনের ৬৭ দিনের মাথায় আরও ১ মাস বর্ধিত লকডাউন ঘোষণা করা হয়েছে৷ ফলে, ভারতে মোট লকডাউনের হতে চলেছে ৯৭দিন৷

আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে ধাপে ধাপে লকডাউন তোলা হবে৷ তবে কনটেনমেন্ট জোনে কোনও ছাড় থাকবে না৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় ধাপে ধারে লকডাউন বিধি তুলে দেওয়া হবে৷ আজ মোদি সরকারের ২.০ বর্ষপূর্তির দিনে দেশজুড়ে পঞ্চমদফায় লকডাউন ৫.০ ঘোষণা করা হয়েছে৷ তাতে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে৷ কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় বেশকিছু ছাড় দেওয়া হয়েছে৷ থাকবে রাতের কার্ফু৷ স্কুল-কলেজ-মল-রেস্তরাঁ-সিনেমা হল খোলার প্রসঙ্গে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ বাংলার দেখানো পথে শর্ত সাপেক্ষে ধর্মীয় স্থান থেকে শুরু করে হোটেল, রেস্তরাঁ, শপিং মল খুলে যাবে ৮ জুন থেকে৷ স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে রাজ্য সরকারকে সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানানো হয়েছে৷ ইতিমধ্যেই বাংলায় ৩০ জুন পর্যন্ত সরকারি সমস্ত স্কুল বন্ধ থাকছে৷

নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার বিষয়ে অভিভাবকদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কন্টেইনমেন্ট জোন ছাড়া গোটা দেশের অধিকাংশ ক্ষেত্রে ছাড় থাকছে৷ দফায়-দফায় পর্যালোচলা করে মেট্রো চলাচল, আন্তর্জাতিক বিমান পরিষেবা, সিনেমা হল, জিম, সুইমিং পুল, বার, থিয়েটার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ কেন্দ্র জানিয়েছে, রাজ্য ও জেলার মধ্যে যাতায়াতের জন্য আর পৃথকভাবে কোনও পাস লাগবে না৷ কোনও রাজ্য যদি অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করতে চায়, তাতেও অনুমতি দেওয়া হয়েছে৷ একই সঙ্গে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত কার্ফু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *