আধার থাকলে ফ্রিতে মিলবে PAN কার্ড, কীভাবে করবেন আবেদন? পড়ুন বিস্তারিত

আধার থাকলে ফ্রিতে মিলবে PAN কার্ড, কীভাবে করবেন আবেদন? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি:  এবার সহজেই হাতের মুঠোয় আসবে প্যান কার্ড৷ আধার কার্ডের ই-কেওয়াইসি (e-KYC)-র মাধ্যমে সহজেই ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে৷ এর জন্য কোনও ঝক্কি পোহাতে হবে না৷ 

আবেদনকারীকে পিডিএফ ফর্ম্যাটে প্যান কার্ড ইস্যু করা হবে৷ এর জন্য কোনও টাকা লাগবে না৷ সম্প্রতি ভারতে ই-কেওয়াইসির মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান কার্ডের সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু করা হলেও,  ফেব্রুয়ারি মাস থেকে আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে পরীক্ষা মূলক স্তরে রয়েছে ‘বিটা ভার্সান’৷ 

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন  ইনস্ট্যান্ট প্যান কার্ড ইস্যু করার কথা ঘোষণা করেন। এরপরই কীভাবে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, সেই বিষয়ে আয়কর বিভাগের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়৷  আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলে অনায়াসের ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে৷ পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে।  

ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য বৈধ আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি নম্বর সাবমিট করতে হবে৷ এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ১৫ সংখ্যার স্বীকৃত নম্বর তৈরি হবে৷ আবেদন জমা দেওয়ার পর যে কোনও সময় আবেদনকারী তাঁর আধার নম্বর পুট করে তাঁর স্ট্যাটাস চেক করতে পারবেন৷  প্যানকার্ড ডাউনলোডও করা যাবে৷ প্রয়োজনমে প্রিন্ট বার করে নিতেও পারবেন৷ ই-প্যান কার্ডটি আবেদনকারীর ই-মেল আইডিতেও পাঠিয়ে দেওয়া হবে। অবশ্য তার জন্য তাঁর আধার কার্ডের সঙ্গে ই-মেলটি রেজিস্টার্ড হতে হবে। 

কারা এই সুবিধা উপভোগ করতে পারবেন-

* আবেদনকারীর কাছে বৈধ আধার নম্বর থাকতে হবে৷ যার সঙ্গে অন্য কোনও প্যান-এর লিঙ্ক থাকবে না৷ 
* আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার থাকতে হবে৷ 
* এটি পেপারলেস প্রক্রিয়া৷ এতে আবেদনকারীকে কোনও ডকুমেন্ট সাবমিট বা আপলোড করতে হবে না৷ 
* আবেদনকারীর কাছে আগে থেকে প্যান কার্ড থাকলে, নতুন করে আবেদন করা যাবে না৷ একের বেশি প্যানের জন্য আবেদন করলে আয়কর আইনের ২৭২বি (১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে৷ 

কী ভাবে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে-

* প্যান কার্ডের আবেদন করার জন্য আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে৷ (Url: www.incometaxindiaefiling.gov.in) 
* ‘ইনস্ট্যান্ট প্যান থ্রো আধার’ লিঙ্কে ক্লিক করতে হবে৷
* এরপর ‘গেট নিউ প্যান’-এ ক্লিক করুন৷
* নির্দিষ্ট জায়গায় আধার নম্বর দিন৷ 
* আধার নম্বর দিলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। নম্বরটি বসিয়ে সাবমিট বোতামে ক্লিক করুন৷
* একটি ১৫ সংখ্যার নম্বর দেখাবে।
* এবার ই-প্যান কার্ডটি ডাউনলোড করে নিন। 
* ই-প্যান কার্ডটি আবেদনকারীর ই-মেল আইডিতেও পাঠিয়ে দেওয়া হবে। 

উল্লেখ্য, চলতি বছর ৩০ জুন আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ দিন। তাই সমস্ত পরিষেবা সচল রাখতে ইনস্ট্যান্ট প্যান কার্ড বের করে নিন এবং আধার আর প্যান লিঙ্ক করে ফেলুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =