BREAKING: করোনা তাণ্ডব এবার ICMR-এ অন্দরে! আক্রান্ত বর্ষীয়ান বিজ্ঞানী!

BREAKING: করোনা তাণ্ডব এবার ICMR-এ অন্দরে! আক্রান্ত বর্ষীয়ান বিজ্ঞানী!

নয়াদিল্লি: দীর্ঘ লকডাউনের ধকল কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ৷ ইতিমধ্যেই গৃহবন্দি জীবন থেকে বেরিয়ে কর্মস্থলমুখী হয়েছে বাংলার বহু মানুষ৷ আনলক ওয়ান পর্বের প্রথম দিনে শহর কলকাতায় দেখা দিয়েছে চেনা পরিচিত সেই যানজট৷ কিন্তু গোটা দেশে ছন্দে ফেরার চেষ্টা করলেও পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনার তাণ্ডব৷ এবার আরও উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণ ছড়াল ভারতীয় চিকিৎসা গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র আইসিএমআরের অন্দরে৷

এবার করোনা সংক্রমণ ছড়াল আইসিএমআরে৷ সংক্রমিত হয়েছে আসিএমআরের বর্ষীয়ান বিজ্ঞানী৷ সম্প্রতি তিনি মুম্বাই থেকে দিল্লি ফেরেন৷ এরপর তিনি একটি বৈঠকে অংশ নেন৷ সেই বৈঠকে অংশ নিয়েছিলেন আইসিএমআরের ডিরেক্টর৷ ছিলেন আরও বেশ কয়েকজন বিজ্ঞানী ও আধিকারিক৷ এর ঘটনা প্রকাশ্যে আসার পর আইসিএমআরে জীবাণুমুক্ত করার কাজ শুরু হচ্ছে৷ কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে৷

অন্যদিকে ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ আক্রান্তের নিরিখে এবার বিশ্বের ৭ নম্বর স্থানে উঠে এসেছে ভারত৷ এই মুহূর্তে আক্রান্ত হয়ে ৫ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন প্রায় দু’লক্ষ মানুষ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গোটা দেশজুড়ে এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন ১৯০৫৩৫ জন৷ আশার আলো দেখাচ্ছে সুস্থতার হারে৷ এখনও পর্যন্ত করনা জয়ী হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, করোনা বিরুদ্ধে লড়াই করে জয় পেয়েছেন ৯১ হাজার ৮১৯ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =