ওয়াশিংটন: চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্য নিয়ে বিবাদ ২০১৮ সাল থেকেই শুরু হয়েছে। সেই বিবাদ মিটতে না মিটতেই নতুন সমস্যা হাজির। করোনা ভাইরাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই দাবি করে এসেছেন, করোনা ভাইরাস কোনও প্রাণী থেকে আসেনি। চিনের ল্যাব থেকে এসেছে। এখন বিশ্বের অধিকাংশ দেশ তাই মনে করছে। এখন আন্তর্জাতিক মহলে চিনকে কোনঠাসা করতে জি-৭ বৈঠকে ভারতকে চাইছে আমেরিকা। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও রাশিয়াকেও জি-৭য়ের অন্তুর্ভুক্ত করার পক্ষে সাওয়াল করেছেন ট্রাম্প। সেক্ষেত্রে জি-৭ আর থাকবে না। জি-১০ বা জি-১১ হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প চিনের বিরুদ্ধে একটা শক্তিশালী দল গঠন করতে চাইছে। তাই ভারতে নিতে চাইছে আমেরিকা। পাশাপাশি, বিশ্বের অর্থনীতিতে চিনের প্রভাব যথেষ্ট। অন্য দিকে আর্থিক বা ব্যবসায়িক দিক রাশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া যথেষ্ট শক্তিশালী। চিনকে একঘরে করতে হলে, বিশ্বের অর্থনীতিতে চিনের প্রভাব কমাতে হবে। তাই রাশিয়া এক্ষেত্রে সাহায্য করতে পারে যোগ্য সঙ্গত দিতে পারে দক্ষিণ কোরিয়ায। সেই কারণে ট্রাম্প রাশিয়া ও দক্ষিণ কোরিয়াকে নিতে চাইছে। সাতটি দেশ নিয়ে জি-৭ বৈঠক হয়। কানাডা, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি ও ব্রিটেন। ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে জানান, সেপ্টেম্বরে জি-৭ বৈঠক হবে। তবে এই বৈঠকে করোনা মোকাবিলা ও করোনায় চিনের প্রভাব আলোচনায় একমাত্র বিষয় হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
অন্য দিকে, ভারত ট্রাম্পের এই আবেদনে যথেষ্ট খুশি। চিনের আগ্রাসনে নাস্তানুবাদ হতে হচ্ছে ভারতকে। কখনও সিকিম সীমান্তে তো কখনও লাদাখ সীমান্তে চিন সেনা মজুদ করছে। চাপা উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছে। এমন অবস্থায় ট্রাম্পের ভারতের পক্ষে সওয়াল যে আশীর্বাদ হয়ে উঠবে, তা সময়ের অপেক্ষা।