আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন করবেন কীভাবে? রইল তথ্য

আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন করবেন কীভাবে? রইল তথ্য

নয়াদিল্লি:  আমাদের দেশে অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল আধার কার্ড৷ বায়োমেট্রিক ডিটেইলস-এর ভিত্তিতে আধারকার্ডে ভারতীয় নাগরিকদের ১২ সংখ্যার একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা অনন্য পরিচয় নম্বর ইস্যু করে সরকার৷ আধার কার্ডের জন্য নেওয়া হয় জন্ম তারিখ এবং ঠিকানাও৷ আধার আপডেট রাখাটাও অত্যন্ত জরুরি৷ আপনার মোবাইল নম্বর UIDAI-তে নিবন্ধিত থাকলে আনলাইনে আধারে অনেক তথ্য সংযুক্ত করতে পারবেন৷ 

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাটা খুবই প্রয়োজনীয়৷ মোবাইল নম্বর যুক্ত করা না থাকলে, আধার তথ্য লক করা-সহ অনেক সুবিধাই আপনি নিতে পারবেন না আপনি। এছাড়া কোনও কারণে আপনার মোবাইল নম্বর হারিয়ে গেলে কিংবা আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে চাইলে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার কেন্দ্রে যেতে হবে৷ সেখানে UIDAI-র ডাটাবেসে মোবাইল নম্বর সহজেই আপডেট করতে পারবেন৷ 

কী ভাবে আধারে মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করতে হবে-

বলে রাখা ভালো একমাত্র অফলাইনেই আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা সম্ভব৷ ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে অনলাইন পদ্ধতি বাতিল করে দিয়েছে  UIDAI. তাই মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতেই হবে৷ তবে সময় বাঁচাতে আগেভাগে অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন৷ এর জন্য আধারের সঙ্গে লিঙ্ক থাকা বিদ্যমান মোবাইল নম্বরটিও থাকতে হবে৷ 

আবেদনপত্র ডাউনলোড করার জন্য আধারের অফিসিয়ার পোর্টাল https://ask.uidai.gov.in- এ যেতে হবে৷ মোবাইল নম্বর বা ক্যাপচার মাধ্যমে লগইন করতে হবে৷ পেজে ঢোকার পর সমস্ত তথ্য যাচাই করে নিয়ে ‘সেন্ড ওটিপি’-তে ক্লিক করতে হবে৷ এরপর ওটিপি এন্টার করে ‘সাবমিট ওটিপি অ্যান্ড প্রসেস’-এ ক্লিক করলেই মিলবে আবেদনপত্র৷ 

কী ভাবে অফলাইনে মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করতে হবে-

* সবার আগে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে৷
* সেখানে আধার আপডেট ফর্ম ফিলআপ করতে হবে৷ ফর্মে শুধুমাত্র বর্তমান মোবাইল নম্বরটি দিতে হবে৷ ফর্ম ভরা হয়ে গেলে তা আধার কেন্দ্রের কর্মীর হাতে জমা দিন৷ 
* সংশ্লিষ্ট আধার কর্মী আপনার আবেদন নথিভুক্ত করবেন৷ 
* আপডেট রিকোয়েস্ট নম্বর সহ একটি স্বীকৃত রসিদ দেওয়া হবে আপনাকে৷
* এই পরিষেবার জন্য লাগবে ৫০ টাকা৷ 
মোবাইল নম্বর পরিবর্তনের জন্য অন্য কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না৷ UIDAI  ওয়েবসাইটের মাধ্যমে আধার আপডেট চেক করতে পারবেন আপনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *