ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, উত্তর-পূর্বে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা

ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, উত্তর-পূর্বে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা

গুয়াহাটি: করোনার থাবা থেকে অনেকটাই সুরক্ষিত ছিল উত্তর-পূর্ব ভারত৷ ভারতে করোনার সংখ্যা বাড়লেও সেখানে রোগীর সংখ্যা ছিল নগন্য৷ কিন্তু, পরিযায়ী শ্রমিকরা ফেরার পর থেকে উত্তর-পূর্ব ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ মনে করা হচ্ছে, আন্তঃরাজ্য সীমান্ত খুলে দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে৷

উত্তর-পূর্ব ভারতে সব থেকে জনবহুল অসম৷ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি৷ জানা গিয়েছে, অসমে ইতিমধ্যে ১৫০০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ উত্তর-পূর্ব ভারতের বাকি ছয় রাজ্যে করোনার দাপট বেড়ে চলেছে৷ রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৪ মে থেকে রাজ্য সীমান্ত খুলে দেওয়া হয়েছে৷ সেখান থেকে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷

উত্তর-পূর্ব ভারতের প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় ২৪ মার্চ। ব্রিটেন ফেরত মনিপুরের এক তরুণীর শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়। কিন্তু তারপরে মনিপুরে করোনা ভাইরাসের প্রকোপ সেভাবে দেখা যায়নি। এখন সেই মনিপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০৩। আবার ৫ মে অসমে ৪৪ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়। তারমধ্যে একজন মারা যান। সেই অসমে ২ জুন পর্যন্ত ১৪৮৬ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়। তার মধ্যে ১৩৩৭ জন  ভিন রাজ্য থেকে অসমে এসেছেন। অসমে করোনা ভাইরাসে চার জনের মৃত্যু হয়েছে। ২৮৫ জন সেরে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *