বিক্রি হয়ে যাচ্ছে AirTel-এর শেয়ার, মোটা অর্থে কিনবে Amazon

বিক্রি হয়ে যাচ্ছে AirTel-এর শেয়ার, মোটা অর্থে কিনবে Amazon

নয়াদিল্লি:  এবার ভারতের মোবাইল পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে অ্যামাজন৷ সূত্রের খবর, ভারতী এয়ারটেলে ২ বিলিয়ন ডলারের শেয়ার কেনার জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু করেছে এই ই-কমার্স সংস্থা৷ এই চুক্তি হলে নতুন গতি পাবে ভারতের ডিজিটাল অর্থনীতি৷ 

এই চুক্তি সাক্ষরিত হলে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেলের প্রায় ৫ শতাংশ শেয়ার চলে আসবে অ্যামাজনের হাতে৷ এছাড়াও এই চুক্তিতে কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে ভারতে এককভাবে রাজত্ব চালানো রিলায়েন্স জিয়ো৷ কড়া টক্কর দেবে বাজার হারানো এয়ারটেল৷  

এই বিষয়ে ওয়াকিবহাল জনৈক ব্যক্তির কথায়, খাঁটি মোবাইল অপারেটর থেকে ডিজিটাল প্রযুক্তির প্ল্যাটফর্মে পরিণত হয়েছে রালায়েন্স জিয়ো৷ এই চুক্তি সাক্ষরিত হলে এয়ারটেলও সেই পথেই এগোবে৷’’
অপর এক জনের কথায়, ৮ থেকে ১০ শতাংশ শেয়ার কেনা সহ অ্যামাজনের কাছে একাধিক বিনিয়োগের বিকল্প ছিল৷ ভারতী এয়ারটেল এবং অ্যামাজনের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে৷ পরবর্তীকালে চুক্তির ধরন বদলাতে পারে৷ আবার চুক্তি নাও হতে পারে৷ 

এয়ারটেলের শেয়ার কেনা নিয়ে যে আলোচনা চলছে, তা সফল না হলেও বাণিজ্যিক লেনদেনের উপর নজর দেওয়া হতে পারে৷ যার ফলে এয়ারটেলের গ্রাহকরা সস্তায় অ্যামাজনের প্রোডাক্ট কিনতে পারবেন৷ তবে এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি অ্যামাজন কর্তৃপক্ষ৷ ভারতী এয়ারটেল জানিয়েছে, তাদের পণ্য, সামগ্রী এবং পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবেই তারা ডিজিটাল প্লেয়ারদের সঙ্গে কাজ করে থাকে৷ এর থেকে বেশি কিছু নয়৷ তবে অ্যামাজনের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার৷ ই-কমার্স ব্যবসাকে গতি দিতে এ দেশে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =