মার্কিন অনুপ্রেরণা! গলায় হাঁটু ঠেসে যুবককে ‘শিক্ষা’ পুলিশের! জোধপুরে নৃশংসতা

মার্কিন অনুপ্রেরণা! গলায় হাঁটু ঠেসে যুবককে ‘শিক্ষা’ পুলিশের! জোধপুরে নৃশংসতা

জোধপুর: এবার আমেরিকার পুনরাবৃত্তি ঘটল খাস রাজস্থানের৷ যোধপুরে লকডাউন বিধি অমান্য করার অভিযোগে যুবককে রাস্তায় ফেলে, গলায় হাঁটু দিয়ে মাটিতে ঠেসে  ব্যাপক মারধরের অভিযোগ উঠল পুলিশ  অফিসারের বিরুদ্ধে৷ জোধপুরের এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, পুলিশের নৃশংসতার দৃশ্য৷

আমেরিকা থেকে রাজস্থান, কিলোমিটারে দূরত্ব প্রায় ১২১৭৪৷ মাঝে আটলান্টিক মহাসাগর বাধা তৈরি করলেও পুলিশের অমানবিকতার চেহারার আর কোনও দূরত্ব মানছে না৷ বিশ্বের দু’প্রান্তে পুলিশের অমানবিকতার ফের অভিযোগ উঠল৷ আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু দিয়ে মাটিতে ঠেসে ধরে তাণ্ডব চালিয়েছিলেন মার্কিন শ্বেতাঙ্গ পুলিশ৷ আর তার জেরে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ যুবকের৷ এর প্রতিবাদে আজও জ্বলছে গোটা আমেরিকা৷ কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিতর্ক নিয়ন্ত্রণে আসার আগেই এবার রাজস্থানের ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল৷ যুবকের গলায় হাঁটু দিয়ে চেপে মাটিতে ঠেসে ধরেন এক পুলিশকর্মী৷ রাজস্থানের ওই যুবক লকডাউন বিধি অমান্য করে, মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে ছিলেন৷ আর সেই অভিযোগে ওই যুবককে রাস্তায় ফেলে গলায় হাঁটু চাপা দিয়ে নিশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ অফিসারের বিরুদ্ধে৷

অভিযোগ আজ সকালে এক যুবক মুখে মাস্ক না পরে পথে বেরিয়েছিলেন৷ কেন তিনি মাস্ক না পরে বাইরে বেরিয়েছেন? প্রশ্ন করেন এক পুলিশ কর্মী৷ ওই যুবককে আটক করা হয়৷ কিন্তু, পুলিশের পাল্টা বিতর্কে জড়িয়ে পড়েন ওই যুবক৷ পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টাও করেন তিনি৷ পালানোর চেষ্টা করতেই ওই যুবককে ধরে ফেলেন কর্মীরা৷ শুরু হয় মারধর৷ রাস্তায় ফেলে ওই যুবককে মারতে থাকেন এক পুলিশ অফিসার৷ মারতে মারতে ওই যুবককে রাস্তায় ফেলে গলায় হাঁটু চেপে নৃশংসভাবে মারধর করেন ওই পুলিশকর্মী৷ প্রায় মিনিট পাঁচেক ধরে ওই অবস্থায় যুবককে মারধর করা হয় বলে অভিযোগ৷ পরে পাল্টা পুলিশের উপর হামলা চালান ওই যুবক৷ পরে ওই যুবককে গ্রেফতার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =