ভারতের ৩টি এলাকা দখল নিতে বিল পেশ নেপাল সংসদে

ভারতের ৩টি এলাকা দখল নিতে বিল পেশ নেপাল সংসদে

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে উত্তেজনা দিনে দিনে বাড়ছে৷ চলছে ভারত-চিনের ঠান্ডা লড়াই! আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কার্যত চিনের পাশে দাঁড়িয়ে ভারতে চাপে ফেলার কৌশল নিল নেপাল৷

জানা গিয়েছে, ভারতের ৩টি এলাকাকে নিজের অংশ হিসাবে দাবি করতে দেশের নতুন মানচিত্র প্রকাশ করার বিষয়ে সরকারি ভাবে উদ্যোগ নিয়েছে নেপাল সরকার৷ নতুন মানচিত্রে নেপালের সংসদে  সংবিধান সংশোধনী বিল ইতিমধ্যেই পেশ করা হয়েছে৷ চাতে সর্বসম্মত মিলছে৷ বিলের সমর্থন করেছে প্রধান বিরোধীদল নেপাল কংগ্রেস৷

জানা গিয়েছে, লিম্পিয়াধুরা, কপালপাণি ও লিপুলেখ, এই ৩টি এলাকা নেপাল নিজের বলে দাবি করে বিল পেশ করেছে৷ যা এতদিন ভারতের অঙ্গরাজ্য উত্তরাখণ্ডের অংশ হিসাবে চিহ্নিত৷ কিন্তু, কেন এই পদক্ষেপ? সম্প্রতি লিপুলেখ অঞ্চলে ভারত ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ এরপর নেপাল আপত্তি তোলে৷ পাল্টা ভারত প্রতিবাদ জানায়৷ ঐতিহাসিকভাবে ওই এলাকাটি ভারতের অন্তর্গত৷ কিন্তু, মানতে নারাজ নেপাল৷ নেপালের হঠাৎ আপত্তি দেখে ভারত বাড়তি সতর্কতা নিতে শুরু করেছে৷ গোটা ঘটনায় চিনের ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

একদিকে চিন লাদাখে আগ্রাসী দেখাতে শুরু করেছে, অন্যদিকে নেপাল ৩ ভারতীয় এলাকাকে নিজের অংশ হিসেবে দাবি করতে শুরু করেছে৷ ফলে, এই মুহূর্তে ভারত চিন ও নেপালের জোড়া চ্যালেঞ্জের মুখোমুখি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =