একদিনে করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে ৩ নম্বরে ভারত, সুস্থ লক্ষাধিক

একদিনে করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে ৩ নম্বরে ভারত, সুস্থ লক্ষাধিক

নয়াদিল্লি: লকডাউন শিথিল হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা৷ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে৷ আক্রান্তের হিসাবে ইতালিকে টপকে গিয়েছে ভারত৷ আর জেরে ভারতে এখন বিশ্বের ৬ নম্বর দেশ হিসাবে উঠে এসেছে ভারত৷ এক দিনে আক্রান্তের নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের করোনা আক্রান্ত হয়ে ৬ হাজার ৬৮৪ জনের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন৷ উদ্বেগের বিষয়, একদিনে ২৯৪ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন৷ একদিনের আক্রান্তের নিরিখে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়েছে৷ একদিনে আক্রান্তের নিরিখে ভারতের এখন আমেরিকা ও ব্রাজিলের পরে, বিশ্বের তৃতীয় স্থান দখল করে ফেলেছে৷

তবে আক্রান্তের পরিসংখ্যানে উদ্বেগ বাড়লেও সুস্থ হওয়ার হিসাব যথেষ্ট ইতিবাচক৷ এখনও পর্যন্ত দেশে করোনা জয়ী হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন৷ কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, দেশে রাজ্যভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যায় উদ্বেগজনক ফলাফল করছে মহারাষ্ট্র৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ৷ মৃত্যু হয়েছে ২৮৪৯ জনের৷ দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট৷ সেখানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি৷ মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ জনের৷ তৃতীয় স্থানে রয়েছে দিল্লি৷ সেখানে আক্রান্ত হয়েছেন ২৬ হাজারের বেশি৷ মৃত্যু হয়েছে ৭০৮ জনের৷ মধ্যপ্রদেশের আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজারের কাছাকাছি৷ মৃত্যুর সংখ্যা ৩৮৪৷ মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি৷ মৃত্যু হয়েছে ২৫৭ জনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 14 =