মাসে ৩ হাজার টাকার পেনশন পেতে চান? বিনিয়োগ করুন মাত্র ৫৫ টাকা

মাসে ৩ হাজার টাকার পেনশন পেতে চান? বিনিয়োগ করুন মাত্র ৫৫ টাকা

7f8ff416c3b021cfe6a16e34ab9ec847

নয়াদিল্লি:  অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বৃদ্ধ বয়সে এবং আর্থিক ও সামাজিক নিরাপত্তা দিতে রয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন যোজনা (PM-SYM)৷ এই প্রকল্পে ৬০ বছরের পর প্রতি মাসে ৩ হাজার টাকার পেনশন পাওয়ার সুযোগ রয়েছে৷ এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত ব্যক্তির মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী মৃত্যু পর্যন্ত পেনশনের ৫০ শতাংশ ফ্যামিলি পেনশন হিসাবে পাবেন৷ স্কিম অনুযায়ী, যোজনায় আপনি যত টাকা জমা করবেন সরকারের তরফে একই অঙ্কের টাকা জমা করা হবে৷

কী ভাবে PM-SYM প্রকল্প শুরু করবেন- 

* কমিউনিটি সার্ভিস সেন্টারে গিয়ে PM-SYM অ্যাকাউন্ট খুলতে হবে৷ বয়স অনুযায়ী এই প্রকল্পে মাসে কত টাকা জমা দিতে হবে, তা নির্ধারণ করা হবে৷
* ৬০ বছর পর্যন্ত প্রতি মাসে নির্ধারিত টাকা জমা দিতে হবে৷ সম পরিমাণ টাকা জমা করবে সরকার৷ 
* ৬০ বছরের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করা পেনশন পাবেনই৷ আপনার মৃত্যু হলে, আপনার স্বামী বা স্ত্রী প্রতি মাসে ১,৫০০ টাকা করে ফ্যামিলি পেনশন পাবেন৷  
* তাঁর মৃত্যুর পর ফ্যামিলি পেনশন বন্ধ হয়ে যাবে৷ 

 

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন-

* অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই কেবলমাত্র এই যোজনার সুবিধা পাবেন৷ 
* বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে৷ 
মাসে ১৫,০০০ টাকার বেশি আয় হলে এই সুবিধা মিলবে না৷
* PFO, NPS, ESIC এর সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন না৷ 
* যাঁরা আয়কর জমা করেন তাঁরাও এই স্কিমের সুবিধা পাবেন না৷ 
* এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্ট এবং সঙ্গে IFSC কোড ও মোবাইল নম্বর লাগবে৷ 

এই প্রকল্পের অর্ধেক টাকা দেন উপভোক্তারা, বাকি অর্ধেক দেয় সরকার৷ আপনার বয়স যদি ১৮ বছর হয়, তাহলে ৬০ বছর বয়সে ৩০০০ টাকা পেনশনের জন্য প্রতি মাসে মাত্র ৫৫ টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে৷ ২৯ বছর হলে ৬০ বছরে ৩,০০০ টাকার পেনশনের জন্য ১০০ টাকা ইনভেস্ট করতে হবে৷ ৪০ বছর বয়স হলে ৩,০০০ টাকা পেনশনের জন্য প্রতি মাসে ২০০ টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে৷

EPFO ওয়েবসাইটে আপনি আপনার নিকটবর্তী কমিউনিটি সার্ভিস সেন্টার সংক্রান্ত তথ্য জানতে পারবেন৷ এছাড়া LIC এর ব্রাঞ্চ অফিস, ESIC, EPFO কেন্দ্র বা রাজ্য সরকারের লেবার অফিসে গিয়েও কমিউনিটি সার্ভিস সেন্টারের ঠিকানা জানতে পারবেন৷ সেখানে থেকেই দেওয়া হবে শ্রম যোগী পেনশন অ্যাকাউন্ট নম্বর এবং শ্রম যোগী কার্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *